নয়াদিল্লি: সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলে আধার সংযুক্তিকরণের সময়সীমা শেষ হচ্ছে ৩১ মার্চ। সুপ্রিম কোর্টই এই সময়সীমা বেঁধে দিয়েছে। যদিও এখনও শীর্ষ আদালতে আধার মামলার শুনানি চলছে। কিন্তু প্রশ্ন উঠছিল, ২ বছরেও যেখানে সব জায়গায় আধার সংযুক্তিকরণ সম্ভব হয়নি, সেখানে ৩১ মার্চের মধ্যে কী করে তা হবে? রবিবার আধার কর্তৃপক্ষের দেওয়া তথ্যে সে সংশয় ঘুচেছে অনেকটাই।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (ইউআইডিএআই) এদিন জানিয়েছে, প্রায় ৮০ শতাংশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ৬০ শতাংশ মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ শেষ হয়ে গিয়েছে। ইউআইডিএআইয়ের সিইও অজয় ভূষণ পাণ্ডে বলেন, ‘প্রায় ১১০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ৮৭ কোটির সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ হয়ে গিয়েছে। তার মধ্যে ৫৮ কোটি অ্যাকাউন্টের ক্ষেত্রে তথ্য যাচাইয়ের কাজও শেষ। বাকিগুলির চলছে। ঠিক সেরকমভাবেই ১৪৩ কোটি সিমের মধ্যে ৮৫.৭ কোটির সঙ্গে আধার সংযুক্তিকরণ হয়ে গিয়েছে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন