সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই তৃণমূলের ধরনা - Aaj Bikel
সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই তৃণমূলের ধরনা

সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই তৃণমূলের ধরনা

Share This

নয়াদিল্লি: টানা ২৩ দিন ছুটির পর আজ, সোমবার ফের বসছে সংসদ। শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধ। এই পর্বে সরকার আটকে থাকা বেশ কিছু বিল পাস করিয়ে নেওয়ার চেষ্টা করবে। কংগ্রেস সহ বিরোধীরা তৈরি নীরব মোদি নিয়ে সরকারকে প্যাঁচে ফেলতে। সঙ্গে কর্মসংস্থান, আর্থিক বৃদ্ধি, কৃষির মতো ইস্যুও থাকবে। 

অন্যদিকে, উত্তর-পূর্বের তিনটি রাজ্যেই ক্ষমতা দখলের শক্তিতে সংসদে পেশি ফোলাবে মোদির দল। কংগ্রেস নীরব মোদি তুললে, বিজেপিও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের আত্মীয়ের ব্যাঙ্ক দুর্নীতি ও কার্তি চিদম্বরমের কীর্তির কথা তুলতে পারে বলে খবর। তাই সব মিলিয়ে আগামীকাল থেকে শুরু হতে চলা সংসদের অধিবেশন যে উত্তপ্ত হতে চলেছে, তা বলাই বাহুল্য।

কোন মন্তব্য নেই: