যশোহর রোড মামলার খরচ বেড়ে দ্বিগুণ- আজ বিকেল ই-পেপার - Aaj Bikel
যশোহর রোড মামলার খরচ বেড়ে দ্বিগুণ- আজ বিকেল ই-পেপার

যশোহর রোড মামলার খরচ বেড়ে দ্বিগুণ- আজ বিকেল ই-পেপার

Share This
যশোহর রোড মামলার খরচ খেকে নাজেহাল করা খুচরো সমস্যা৷ স্থানীয় খবরের একমাত্র নির্ভরযোগ্য ই-পেপার৷ খুচরো সমস্যা নিয়ে ধারাবাহিক খবর প্রকাশিত হয়েছে আজ বিকেল পত্রিকায়৷ তিনের পাতায় দেখুন শহরের বিশিষ্টরা কী বলছেন? পড়ুন যশোহর মামলা সংক্রান্ত পূর্ণাঙ্গ খবর৷ 

২০১৪ সালের ২৩ মার্চ৷ সীমান্ত শহর বনগাঁর কোলে জন্ম দেয় আজ বিকেল পত্রিকা৷ ঝড়-ঝাপটা, লড়াই-সংগ্রামের পর আজও জনতার প্রথম পছন্দের তালিকায়৷ কারণ, আজ বিকেল একমাত্র সংবাদপত্র, যে পাঠকের মনের খবর রাখে৷ সাধারণ পাঠকের হয়ে কথা বলে৷ প্রান্তিক মানুষের মুখপত্র হিসাবে খবর পৌঁছে দেওয়াটাই আজ বিকেল পত্রিকার প্রধান ও একমাত্র কাজ৷   





কোন মন্তব্য নেই: