আজ বিকেল: অব্যাহত ক্ষোভ। চাকরি না পেয়ে ক্ষোভে ফুঁসছে রাজ্যের কয়েক লক্ষ চাকরি প্রার্থী। রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের এই মুহূর্তে একটাই দাবি, শিক্ষক নিয়োগ। মামলা জট কাটাতে রাজ্যের উদাসীনতার অভিযোগ তুলে সরব চাকরি প্রার্থীদের একাংশ। শিক্ষক নিয়োগের জটিলতা প্রসঙ্গে ইতিমধ্যেই কমিশন ও রাজ্যকে কাঠগড়ায় তুলেছেন চাকরি প্রার্থীরা৷ সোশ্যাল মিডিয়ায় উঠছে ঝড়৷ SSC-র মাধ্যমে নিয়োগের সমস্যার পিছনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করে কমিশনের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন চাকরি প্রার্থীদের একাংশ৷
চাকরি-প্রার্থীদের মন্তব্য, ‘‘সরকার ২০১২ সালে পঞ্চম থেকে দ্বাদশ-স্তরে শিক্ষক নিয়োগ করতে চেয়েছিল৷ কিন্তু নিয়োগ বিভ্রাটে মামলা সুপ্রিমকোর্টে গড়ায়৷ সুপ্রিম কোর্ট রায় দেয়, এই মামলার সমাধান না হওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার নতুন করে পঞ্চম থেকে দ্বাদশ-স্তরে শিক্ষক নিয়োগ করতে পারবে না৷ নতুন করে পরীক্ষা নিলে ফলাফল বার করতে পারবে না৷ কিন্তু এরপরও রেজাল্ট বের করে সরকার ফেঁসে গিয়েছে৷ সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে CMP মামলাকারীদের সঙ্গে আলোচনা করে সমাধানের কথা বলে৷ আর মামলাগুলি কলকাতা হাইকোর্টে পাঠায়৷ কিন্তু , সুপ্রিমকোর্ট স্থগিতাদেশ বহাল রাখে৷ যা আজও চলছে৷ (Case no: W.P 5385w of 2015) তাই এই মামলা সমাধান না হওয়া পর্যন্ত সরকার পঞ্চম থেকে দ্বাদশ-স্তরে নিয়োগ করতে কখনই পারবে না৷ নবম-দ্বাদশের councelling ও তথৈবচ৷ inservice case এর বিষয়টায় inserviceরা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী SSC পরীক্ষায় বসতে পেরেছেন৷ ওখানে same scaleদের চাকরি ছাড়া বিষয়টা মিটে গিয়েছে৷ এটা কোনও বড় ব্যাপার নয়৷’’
আপার প্রাইমারি নিয়োগের জটিলতার কারণ প্রসঙ্গে চাকরি-প্রার্থীদের যুক্তি, ‘‘২০০৯ সালে RTE act অনুযায়ী অষ্টম শ্রেণি পর্যন্ত ভারতের সমস্ত স্কুলে শিক্ষকদের ২০১৪সালের মধ্যে বাধ্যতামূলকভাবে প্রশিক্ষিত হওয়ার কথা বলা হয়েছে৷ পরে স্মৃতি ইরানি কিছুটা ছাড় দেন৷ এরপর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভরেকর ২০১৯ এর মার্চ এর মধ্যে non trained teacher দের traning করে নেবার সর্বশেষ ছাড় দেন৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকার নন trained-দের ২০১৬তে আপারে আবেদন করিয়েছে৷ এদের ২০১৮তে চাকরি দিলেও ২০১৯ মধ্যে কোনোভাবেই প্রশিক্ষিত (দু’বছরের কোর্স )করা সম্ভব নয়৷ তাই রাজ্য সরকার যতক্ষণ না নন trained দের নিয়োগের জন্য কেন্দ্র সরকারের কাছে ছাড়পত্র পাচ্ছে (কমপক্ষে ২০২১এর মার্চ পর্যন্ত) ততক্ষণ আপারে নন trained সহ নিয়োগ কোনদিন সম্ভব নয়৷ অথবা নন trained ছাড়া নিয়োগ করতে হবে৷ SSK, MSK-দের মামলায় হাইকোর্টে মামলাকারীদের ১০%সংরক্ষণ পক্ষেই রায় দিয়েছে৷ এটাও কোনও বড় ব্যাপার নয়৷ (w.p 26393(w)of 2016.(২৫নভেম্বর ২০১৬)’’
চাকরি-প্রার্থীদের আরও অভিযোগ, ‘‘চেয়ারম্যান এতদিন SSC চাকরি-প্রার্থীদের চোখে ধুলো দিয়ে এসেছেন৷ রাজ্য সরকার উদ্যোগ না নিলে নিয়োগ সম্ভব নয়৷ তাই আর বঞ্চনা নয় এবার ঘুম থেকে জেগে উঠুন৷ চাকরি পেতে গেলে শুধু আপার নয় সমস্ত চাকরি-প্রার্থীদের পথে নামতে হবে৷ নচেৎ নবম-দ্বাদশের councelling, আপারের নিয়োগ কোনওদিন সম্ভব নয়৷ পঞ্চায়েত ভোটের আগে নিয়োগের যে গল্প চলছে, সেসব শুধুমাত্র গুজব৷’’
আরও পড়ুন-
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে পর্ষদ সভাপতি’র মন্তব্যে আরও বাড়ল
বিতর্ক,
তাহলে সত্যিই কি দুর্নীতি হয়েছে?
আরও পড়ুন- রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড় ভাঙতে যে পথে এগচ্ছেন রাজ্যের কয়েক হাজার
যুবক
আরও পড়ুন- প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি!
আরও পড়ুন- প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি!
আরও পড়ুন- কমিশনের ‘ঘুম ভাঙাতে’ SSC পরীক্ষার্থীদের নয়া কৌশল! মাত্র দেড় টাকায় তোলপাড় হতে চলেছে রাজ্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন