OMR-এ ভুল, অধরা ফলাফল! তবুও শিক্ষক নিয়োগে ডাক পেলেন হাজার পরীক্ষার্থী - Aaj Bikel
OMR-এ ভুল, অধরা ফলাফল! তবুও শিক্ষক নিয়োগে ডাক পেলেন হাজার পরীক্ষার্থী

OMR-এ ভুল, অধরা ফলাফল! তবুও শিক্ষক নিয়োগে ডাক পেলেন হাজার পরীক্ষার্থী

Share This

 আজ বিকেল: গাঁটের কড়ি খরচ করে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসলেও ফলাফল জানতেই পারলেন অধিকাংশ চারকিপ্রার্থী৷ পরীক্ষায় খাতায় (OMR sheets) ভুল থাকার কারণ দেখিয়ে অসফল প্রার্থীদের নাম বাদ রেখেই সরকারি ওয়েব সাইটে রাতারাতি প্রকাশিত হল শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধাতালিকা৷ অভিযোগ, নিয়োগের জন্য মোট ৯ লক্ষ ৭৩ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র হাজার জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে৷ আর এই নিয়েই তৈরি হয়েছে নয়া বিতর্ক৷

চাকরি-প্রার্থীদের অভিযোগ, সঠিক ভাবে পরীক্ষার খাতা না দেখে উত্তরপ্রদেশ এক্সাম রেগুলেটরি অথরিটি নিজেদের পছন্দের প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে৷ পরীক্ষার খাতায় ভুল না থাকা প্রার্থীদেরও নানা অছিলায় প্রার্থীপদ বাতিল করে দেওয়া হয়েছে৷ সফল পরীক্ষার্থীরা কত নম্বর পেয়েছেন, তাও সরকারি ওয়েব সাইটে প্রকাশ করা হয়নি বলেও অভিযোগ তুলেছেন উত্তরপ্রদেশের অধিকাংশ পড়ুয়ারা৷

গত শুক্রবার রাতে অনলাইনে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করেছে উত্তরপ্রদেশ সরকারের শিক্ষা দফতর৷ সরকারি ওয়েব সাইটে প্রকাশিত ওই ফলাফলে অস্বচ্ছতা রয়েছে দাবি তুলেছেন পড়ুয়ারা৷ পরীক্ষার্থীদের অভিযোগ উড়িয়ে উত্তর প্রদেশের এক্সাম রেগুলেটরি অথরিটি’র দাবি, পরীক্ষায় খাতায় (OMR sheets) নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখার কারণে বাতিল করা হয়েছে বহু চাকরিপ্রার্থীর খাতা৷

প্রশ্ন উঠছে, তাহলে ৯ লক্ষ ৭৩ হাজার পরীক্ষার্থীদের সিংহভাগ কীভাবে একই ভুল করল? যদি ভুলই হয়ে থাকে, কেন অসফল বা বাতিল হওয়ার পরীক্ষার্থীদের নাম ওয়েব সাইটে প্রকাশ করা হল না৷ কেন সফল এক হাজার পরীক্ষার্থীর নাম প্রকাশিত হল কোনও নম্বর ছড়াই? চাকরি-প্রার্থীদের দাবি, অ্যাডমিডে ভুল থাকার কারণেই এই সমস্যা হয়ে থাকতে পারে৷

কোন মন্তব্য নেই: