রাজ্যকে বিপাকে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন কয়েক হাজার শিক্ষক - Aaj Bikel
রাজ্যকে বিপাকে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন কয়েক হাজার শিক্ষক

রাজ্যকে বিপাকে ফের বৃহত্তর আন্দোলনে নামছেন কয়েক হাজার শিক্ষক

Share This


 আজ বিকেল: বেতন বৃদ্ধির দাবিতে পথে নামছেন রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক। আগামী বুধবার উত্তরবঙ্গে পার্শ্বশিক্ষকরা একটি  বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন।


পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের তরফে মধুমিতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, ২০০৪ সালে নিয়োগ হওয়ার পর থেকে প্রতি বছর পার্শ্বশিক্ষকদের বেতন বাড়ানো হত। কিন্তু ২০১১ সালের পর থেকে তা বন্ধ রয়েছে বলে তাঁর অভিযোগ।


এর ফলে অনেক শিক্ষকই আর্থিক কষ্টে রয়েছেন। এমনকি অনেক শিক্ষক আত্মহননের পথও বেছে নিয়েছেন। সেপ্টেম্বর মাসে ডেপুটেশন জমা দিলেও কোনও কাজ হয়নি। তাই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই: