কোথায় কত নিয়োগ? দেখুন এই সপ্তাহের কর্মক্ষেত্র - Aaj Bikel
কোথায় কত নিয়োগ? দেখুন এই সপ্তাহের কর্মক্ষেত্র

কোথায় কত নিয়োগ? দেখুন এই সপ্তাহের কর্মক্ষেত্র

Share This



সাধারণ পাঠকের কথা ভেবে আজ প্রকাশিত হল কর্মসংস্থান পত্রিকার চলতি সপ্তাহের প্রকাশিত সব খবর৷ যাতে সাধারণ চাকরিপ্রার্থীদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় তথ্য৷ সেই লক্ষ্যেই কর্মসংস্থান পত্রিকায় প্রকাশিত খবর ইন্টারটেন বিশ্বে তুলে ধরা হল৷ 
 
২০১৪ সালের ২৩ মার্চ৷ সীমান্ত শহর বনগাঁর কোলে জন্ম দেয় আজ বিকেল পত্রিকা৷ ঝড়-ঝাপটা, লড়াই-সংগ্রামের পর আজও জনতার প্রথম পছন্দের তালিকায়৷ কারণ, আজ বিকেল একমাত্র সংবাদপত্র, যে পাঠকের মনের খবর রাখে৷ সাধারণ পাঠকের হয়ে কথা বলে৷ প্রান্তিক মানুষের মুখপত্র হিসাবে খবর পৌঁছে দেওয়াটাই আজ বিকেল পত্রিকার প্রধান ও একমাত্র কাজ৷  














কোন মন্তব্য নেই: