৩২ হাজার ৪৬০ জন উপভোক্তাকে পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী - Aaj Bikel
৩২ হাজার ৪৬০ জন উপভোক্তাকে পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী

৩২ হাজার ৪৬০ জন উপভোক্তাকে পরিষেবা দেবেন মুখ্যমন্ত্রী

Share This

পুরুলিয়া: আজ, সোমবার দু’দিনের সফরে পুরুলিয়ায় এসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পুরুলিয়া মফস্সল থানার কালীপুর ফুটবল মাঠে প্রশাসনিক সভা করার পর মঙ্গলবার বেলগুমা পুলিস লাইনে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর সফরকে ঘিরে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সভাস্থল সহ তাঁর গোটা যাত্রাপথ। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কালীপুরে প্রশাসনিক সভা থেকে তিনি শতাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও জেলাজুড়ে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পাশাপাশি ৩২হাজার ৪৬০জন উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই: