গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং - Aaj Bikel
গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত ক্যানিং

Share This

আলিপুর: খাল কাটাকে কেন্দ্র করে গতকাল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিংয়ের গোপালপুর পঞ্চায়েতের বৈদ্যপাড়া। ঘটনায় এক মহিলা সহ পাঁচজন গুরুতর জখম হয়েছেন। আহতদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় খাল কাটার কাজ চলছে। 

অভিযোগ, যেভাবে খাল কাটার কথা ছিল সেভাবে কাটা হচ্ছে না। তার উপর খালের পচা কাদা সন্ন্যাসী বৈদ্য, সাধন বৈদ্যদের জমির উপর ফেলছেন কাজের বরাত পাওয়া ঠিকাদার কঙ্কণ নস্কর ও তার লোকেরা। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় প্রতিবাদ করেন সন্ন্যাসী বৈদ্য ও সাধন বৈদ্য। অভিযোগ, সেই সময় স্থানীয় ঘোষ পাড়ার বাসিন্দা কঙ্কণ নস্করের অনুগামী দীপক ঘোষ, বিপ্লব ঘোষরা এসে হামলা চালায়। ছেলেদের মার খেতে দেখে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাদের মা বৃহস্পতি বৈদ্যও।

কোন মন্তব্য নেই: