উত্তাল সংসদ, দু’টো পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন - Aaj Bikel
উত্তাল সংসদ, দু’টো পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন

উত্তাল সংসদ, দু’টো পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন

Share This

নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি ও অন্ধ্রপ্রদেশ-কে বিশেষ মর্যাদার দেওয়ার দাবিতে উত্তাল হল সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা| দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়েছে রাজ্যসভার অধিবেশন| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতিকে ইস্যুকে করে সোমবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না প্রদর্শন করেন তৃণমূল সাংসদরা| উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, মণীশ গুপ্ত, দীনেশ ত্রিবেদী, ইদ্রিশ আলি প্রমুখরা| এছাড়াও অন্ধ্রপ্রদেশকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবিতে ধর্না প্রদর্শন করে ওয়াইএসআর কংগ্রেস পার্টির সাংসদরা|

কোন মন্তব্য নেই: