SSC কেলেঙ্কারির তদন্তে মাঠে নামল CBI - Aaj Bikel
SSC কেলেঙ্কারির তদন্তে মাঠে নামল CBI

SSC কেলেঙ্কারির তদন্তে মাঠে নামল CBI

Share This

নয়াদিল্লি: এসএসসি কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা ও সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দায়ের হল জনস্বার্থ মামলা৷ আজ, সোমবার SSC চাকরিপ্রার্থীদেক তরফে এই মামলা দায়ের করা হয়েছে বলে খবর৷ আদালত সূত্রে খবর, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা গৃহীত হয়েছে৷ আগামী ১২ মার্চ মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা৷ অন্যদিকে,  এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তভার কেন্দ্র সিবিআইকে দিয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে৷  আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সিবিআইকে তদন্তভার তুলে দেন৷

শিক্ষা ও চাকরির সমস্ত আপডেট পেতে ফেসবুক পেজ লাইক করুন৷ 

 


দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হওয়ার পাশাপাশি, সংসদেও উঠছে আওয়াজ৷ আজ বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধীদের তরফে SSC- কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরা হয়৷ লোকসভায় জন অধিকার পার্টির প্রধান পাপ্পু যাদব এদিন এসএসসি কেলেঙ্কারির বিষয়টি তুলে ধরে সংসদে মুলতুবির প্রস্তাব আনানে৷

চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে


রবিবার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় বিক্ষোভরত এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করনে আন্না হাজারে। কথা বলেন চাকরিপ্রার্থীদের সঙ্গে৷ কীভাবে আন্দোলন চালিয়ে যাওয়া যায়? কীভাবে নিজের দাবি আদায় করা যায়, তা নিয়েও বিক্ষোভকারীদের সঙ্গে বিস্তারিত ভাবে কথা বলেন তিনি৷

শিক্ষা সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে


গত ২৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির লোধি রোডে সিজিও কমপ্লেক্সে স্টাফ সার্ভিস কমিশনের অফিসের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা৷ তাঁদের দাবি, পরীক্ষাপত্র ফাঁসের ঘটনায় সিবিআইকে দিয়ে তদন্ত করাতে হবে। আজ, সমাজকর্মী অন্না হাজারে কাছেও সিবিআই তদন্তের দাবি তোলেন চাকরিপ্রার্থীরা৷ কারণ, স্নাতকস্তরে ৯,৩৭২টি শূন্য পদের জন্য গত ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা নিয়েছিল স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় পরীক্ষার প্রশ্নপ্রত্র৷ সঙ্গে সম্ভাব্য উত্তরও৷

রাজ্য-দেশ-দুনিয়ার তাজা খবর জানুন এই লিঙ্কে

বিষয়টি নজরে আসার পর পরীক্ষা স্থগিত করা হয়৷ পরীক্ষা বাতিলও করে সুপ্রিম কোর্ট৷ আগামী ৯ মার্চ ফের পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এসএসসি৷ তবে আন্দোলনকারীদের প্রশ্ন, আবার পরীক্ষা হলে প্রশ্নপত্র ফাঁস হবে না, তার নিশ্চয়তা কোথায়? সিবিআই তদন্ত করে দোষীদের খুঁজে বের করার দাবি করেছেন তাঁরা৷

কোন মন্তব্য নেই: