তাজমহলে ড্রোন ওড়িয়ে ধৃত পর্যটক - Aaj Bikel
তাজমহলে ড্রোন ওড়িয়ে ধৃত পর্যটক

তাজমহলে ড্রোন ওড়িয়ে ধৃত পর্যটক

Share This

আগ্রা, : তাজমহলের দক্ষিণ গেটের কাছে ড্রোন ওড়ানোর অভিযোগে দু’জন পর্যটককে গ্রেফতার করল আগ্রা পুলিশ| ধৃতদের মধ্যে একজন আবার বিদেশি পর্যটক| পুলিশ সূত্রের খবর, দুই পর্যটক হোটেল থেকে তাজমহলের দক্ষিণ গেটের কাছে ড্রোন ওড়ায়| এই অভিযোগে একজন বিদেশি সহ দু’জন পর্যটককে আটক করা হয়েছে| ধৃতদের আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|

কোন মন্তব্য নেই: