মেক্সিকো, : শুটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত বিশ্বকাপ মঞ্চে প্রথমবার সোনা জিতলেন হরিয়ানার মেয়ে মনু ভাকের৷ মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে পদক জিতেছেন তিনি৷ এর আগে ২০১৮ ইয়ুথ অলিম্পিকের ছাড়পত্র পান মনু৷
হোস্ট কান্ট্রির তরফে দুবার এই খেতাব জয়ী আলেকজান্ডার জাভালাকে হারিয়ে সোনা জিতলেন মনু৷ ২৪ শটের ফাইনালের শেষ শটটিতে ১০.৮ স্কোর করেন মনু৷ তাঁর সর্বমোট স্কোর দাঁড়ায় ২৩৭.৫৷ জাবালা ফাইনাল রাউন্ড শেষ করেন ২৩৭.১ স্কোরে৷ ফ্রান্সের সেলিন গোব্রেভিল ২১৭ স্কোর করে ব্রোঞ্জ জেতেন৷ ভারতের আর এক শুটার যশ্বসিনী সিং দেশওয়াল একটুর জন্য পদক মিস করে চতুর্থ হন৷ দেশের হয়ে সোনা জেতার পর মনু জানান, ‘ সোনা জিততে পারায় আমি খুব খুশি৷ এই জয়টা খুবই স্পেশাল কারণ এটা আমার প্রথম বিশ্বকাপ৷ আগামী ইভেন্টগুলোতে এর চেয়েও ভালো পারফর্ম করতে চাই৷’
মেক্সিকোতে অনুষ্ঠিত বিশ্বকাপ ইভেন্টটির প্রথম দিনেই পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতে ভারতের জয়যাত্রা শুরু করেছিলেন রবি কুমার৷ এরপর জিতু রাইয়ের সোনা ও মেহুলি ঘোষের ব্রোঞ্জ সহ ৫টি পদক নিয়ে পদক তালিকায় পাঁচ নম্বরে রয়েছে ভারত৷ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট রনীনদর ভারতীয় শুটারদের এই জয়ে অানন্দিত৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন