নয়াদিল্লি: বন্ধই করে দেওয়া হচ্ছে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি লিমিটেডকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত হয়েছে। সরকারি বিবৃতি দিয়ে কেন্দ্র জানিয়েছে, গত দশ বছর ধরে ক্ষতিতে চলা বার্ন কোম্পানিকে আর জিইয়ে রাখার কোনও অর্থ হয় না। তাই পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, বার্ন কোম্পানি বন্ধের সিদ্ধান্তে যাবতীয় বকেয়া মেটাতে কোম্পানিকে এককালীন ৪১৭ কোটি ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া রেলের থেকে বার্ন কোম্পানিকে যে ৩৫ কোটি ঋণ দেওয়া হয়েছিল, তাও মকুব করে দেওয়া হবে। পাশাপাশি কোম্পানিতে এখন যে ৫০৮ জন কমর্চারী রয়েছেন, তাদের স্বেচ্ছাবসরের (ভিআরএস) যাবতীয় সুবিধা দেওয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন