নয়াদিল্লি: বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা অাপ দলের প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবারও একাধিক আঞ্চলিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করেছিলেন চন্দ্রবাবু নাইডু। একের পর এক আঞ্চলিক দলের নেতার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর বৈঠকের পর কেন্দ্রে তৃতীয় ফ্রন্ট নিয়ে জল্পনা উঠছে রাজনৈতিক মহলে। যদিও এই মুহূর্তে যে তিনি কোনও বিরোধী জোটে যেতে আগ্রহী নন তা স্পষ্ট করে জানিয়েছেন তেলেগু দেশম পার্টির প্রধান।
উল্লেখ্য, সোমবার দু'দিনের দিল্লি সফরে এসেছেন চন্দ্রবাবু নাইডু। মঙ্গলবার সংসদে সেন্ট্রাল হলে এনসিপি প্রধান শরদ পাওয়ার, জম্মু-কাশ্মীর ন্যাশনাল কংগ্রেসের ফারুক আবদুল্লা, কংগ্রেসের জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি জীতেন্দ্র রেড্ডির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস না দেওয়ার বিষয়টিও উঠে আসে। অন্ধ্রপ্রদেশকে স্পেশাল স্টেটাস দিতে অস্বীকার করায় এনডিএ থেকে সমর্থন তুলে নেয় তেলেগু দেশম পার্টি। কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনে টিডিপি সহ বিরোধী দলগুলি। প্রসঙ্গত গত সপ্তাহেই দিল্লি এসেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিভিন্ন আঞ্চলিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন