এবার ব্যাডমিন্টন থেকে সোনা জিতল ভারত, দলগতভাবে মালয়েশিয়াকে হারাল শ্রীকান্ত-সাইনা-অশ্বিনীরা - Aaj Bikel
এবার ব্যাডমিন্টন থেকে সোনা জিতল ভারত, দলগতভাবে মালয়েশিয়াকে হারাল শ্রীকান্ত-সাইনা-অশ্বিনীরা

এবার ব্যাডমিন্টন থেকে সোনা জিতল ভারত, দলগতভাবে মালয়েশিয়াকে হারাল শ্রীকান্ত-সাইনা-অশ্বিনীরা

Share This



দিনের সমস্ত তাজা খবর জানতে আজ বিকেল ডট কমের নতুন  ঠিকানায় ক্লিক করুন



গোল্ড কোস্ট  :  ভারত্তোলন, শুটিং, টেবিল টেনিসের পর এবার কমনওয়েলথ গেমসে ব্যাডমিন্টন থেকে সোনা জিতল ভারত৷ ব্যাডমিন্টনের দলগতভাবে ফাইনালে মালয়েশিয়াকে ৩-১ ব্যবধানে হারিয়ে সোনা জিতলেন কিদাম্বী শ্রীকান্ত-সাইনা নেহওয়াল-অশ্বিনী পোনাপ্পারা৷ কমনওয়েলথ গেমসে এটি ভারতের দশ নম্বর সোনা জয়৷ শাটলারদের সাফল্যের পর ১০টি সোনা, ৪টি রুপো ও ৫টি ব্রোঞ্জসহ ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১৯৷

রবিবার সিঙ্গাপুরকে ৩-১ ব্যবধানে হারিয়ে ভারত মিক্সড টিম ইভেন্টের ফাইনালে ওঠার পরেও সোনা জয়ের বিষয়ে আন্দাজ করা সম্ভব ছিল না৷ প্রতিপক্ষ মালয়েশিয়া ব্যাডমিন্টনে অত্যন্ত শক্তিশালী দল৷ মালয়েশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন লি চং ওয়েইয়ের মতো প্রাক্তন বিশ্বসেরা শাটলার৷ যদিও কোর্টের লড়াইয়ে মালয়েশিয়ান শাটলাররা বিশেষ সুবিধা করতে পারেননি৷ শুরুতেই মিক্সড ডাবলসে অপ্রত্যাশিত জয় পেয়ে গেলে ভারতকে পেছনে ফিরে তাকাতে হয়নি৷ সাইরাজ রানকিরেড্ডিকে সঙ্গে নিয়ে অশ্বিনী পোনাপ্পা ২১-১৪, ১৫-২১, ২১-১৫ গেমে পেং সুন চান ও লিউ য়িং গোহ জুটিকে পরাজিত করেন৷

পুরুষ সিঙ্গলসে ভারতের এক নম্বর তারকা কিদাম্বী শ্রীকান্ত ২১-১৭, ২১-১৪ স্ট্রেট গেমে উড়িয়ে দেন লি চং ওয়েইকে৷ পুরুষ ডাবলসে সাত্যিক ও চিরাগ শেট্টি জুটি ১৫-২১, ২০-২২ গেমে হার মানেন ভি শেম গোহ-উই কিয়ং তান জুটির কাছে৷

কোন মন্তব্য নেই: