তফশিলি : বিভিন্ন প্রান্তে আট ঘণ্টা অনশন কর্মসূচি কং-এর - Aaj Bikel
demo-image
APCC-570x3

তফশিলি : বিভিন্ন প্রান্তে আট ঘণ্টা অনশন কর্মসূচি কং-এর

Share This

গুয়াহাটি  :  তফশিলি জাতি-জনজাতির ওপর কথিত ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে সর্বভারতীয় কংগ্রেস কমিটি আহূত প্ৰতিবাদী কর্মসূচি পালিত হয়েছে গোটা অসমেও। আজ মহানগরের দিশপুরে সমগ্র দেশের সঙ্গে সংগতি রেখে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা, বিধানসভায় দলপতি দেবব্রত শইকিয়ার নেতৃত্বে আট ঘণ্টা অনশন অবস্থান করেছেন দলের বহু নেতা-কর্মী।

অনশনস্থলে প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা, দেবব্রত শইকিয়া প্রমুখ কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বক্তব্য পেশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চাদপদ তথা তফশিলি জাতি-জনজাতি বিরোধী বলে মন্তব্য করেছেন সভাপতি রিপুন বরা। দেশের অনুন্নত শ্রেণির মানুষকে প্রধানমন্ত্রী মোদী সুরক্ষা দিতে ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন তিনি।

অনুরূপ অনশন কর্মসূচি পালন করেছেন কাছাড় হাইলাকান্দি করিমগঞ্জ, ডিব্রুগড়, শিবসাগর, লখিমপুর, যোরহাট, চরাইদেও, নগাঁও, হোজাই, নলবাড়ি, বরপেটা ইত্যাদি জেলা সদরে স্থানীয় নেতা-কর্মীরা।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages