ভাঙড়ে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি - Aaj Bikel
demo-image
%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25A7%25E0%25A6%25B0

ভাঙড়ে তৃণমূলী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পঞ্চায়েত সমিতির সহ সভাপতি

Share This

ভাঙড়: একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিমল নস্কর। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ২ বিডিও অফিসের সামনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

ঘটনার পিছনে ভাঙড়ের তৃণমূল নেতা তথা ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম ও তার লোকজন দায়ী বলে অভিযোগ উঠেছে। এলাকার পরিস্থিতি সামাল দিতে ভাঙড় ২ বিডিও অফিসের সামনে পুলিশ ও মোতায়েন করা হয়েছে।

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই ব্লকে ব্লকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র তোলা ও জমা দেওয়ার কাজ। সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই গত তিনদিন ধরে মনোনয়ন পত্র তোলার কাজ করছেন। বুধবার সকালে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বিমল নস্কর ও তার অনুগামীরা পঞ্চায়েত সমিতির দপ্তরে ঢুকতে গেলে বাঁধা দেয় আরাবুলের লোকেরা। প্রতিবাদ করলে বিমল নস্কর সহ তার সঙ্গীদের বেধড়ক মারধরও করে অভিযুক্তরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃদু লাঠি চার্জ করে পরিস্থিতি সামাল দেয়।

পরে বিডিও অফিস চত্বরে থাকা মানুষের জটলা সরিয়ে দেয় পুলিশ। বিমল বাবুর অভিযোগ আরাবুলের লোকজন ভেবেছিল তিনি মনোনয়ন পত্র তোলার জন্য বিডিও অফিসে যাচ্ছেন, সেই কারণেই তার উপর হামলা চালানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিমল নস্কর। ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও ঘটনার কথা অস্বীকার করেছেন আরাবুল ইসলাম।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages