পঞ্চায়েত ভোটে অশান্তি: হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট - Aaj Bikel
পঞ্চায়েত ভোটে অশান্তি: হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট

পঞ্চায়েত ভোটে অশান্তি: হস্তক্ষেপ করতে নারাজ সুপ্রিম কোর্ট

Share This

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। বিজেপির করা মামলার রায়ে সোমবার এ কথা জানিয়ে দিল শীর্ষ আদালত|

পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে জয় পেল রাজ্য সরকার। নির্বাচন প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। বিজেপির মামলার প্রেক্ষিতে এদিন বিচারপতি আর কে আগরওয়াল এবং বিচারপতি অভয় মনোহর সপ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ভোট প্রক্রিয়ায় তাঁরা হস্তক্ষেপ করবেন না। কোনও অভিযোগ থাকলে প্রার্থীরা তা রাজ্য নির্বাচন কমিশনকে জানাতে পারেন।

পঞ্চায়েত ভোটে তাদের উপর তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ বিজেপি। সন্ত্রাস রুখতে অনলাইনে মনোনয়পত্র পাওয়া এবং জমা দেওয়ার প্রস্তাবও দিয়েছিল তারা। অন্যদিকে, মামলায় বিবাদী রাজ্য সরকার এসবের বিরোধিতা করেছে। গত শুক্রবার প্রথমটায় রাজ্য বিজেপির আনা মামলাটিকে কলকাতা হাইকোর্টে পাঠাতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু হাইকোর্টে আইনজীবীদের কর্মবিরতি চলছে জেনে মামলা শুনতে রাজি হয়েছিল ডিভিশন বেঞ্চ।

কোন মন্তব্য নেই: