রাজ্য সরকারের দৌলতে ১৫ বছর পর বিদ্যুৎ পৌঁছল এই গ্রামে, খুশি গ্রামবাসীরা - Aaj Bikel
রাজ্য সরকারের দৌলতে ১৫ বছর পর বিদ্যুৎ পৌঁছল এই গ্রামে, খুশি গ্রামবাসীরা

রাজ্য সরকারের দৌলতে ১৫ বছর পর বিদ্যুৎ পৌঁছল এই গ্রামে, খুশি গ্রামবাসীরা

Share This

রায়পুর: প্রায় ১৫ বছর পর ফের বিদ্যুৎ পৌঁছল মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার চিনতালনার গ্রামে। জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে মাওবাদীদের দাপাদাপি বজায় ছিল। 

কিন্তু মাওবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি একাধিক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সাধারণ গ্রামবাসীর আর্থিক বিকাশের জন্য পদক্ষেপ গ্রহণ করে চলেছেন মুখ্যমন্ত্রী রমন সিংয়ের সরকার। সেই অনুযায়ী প্রায় ১৫ বছর পরে ফের একবার বিদ্যুতায়ন হতে চলেছে ওই চিনতালনার গ্রামে। ১৫ বছর আগে উন্নয়নের ধারাকে রুদ্ধ করার জন্য মাওবাদীরা বিদ্যুৎ খুঁটি উপড়ে ফেলে গ্রামটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু বিগত কয়েক বছরে ওই গ্রামে মাওবাদীদের বারবাড়ন্ত অনেক কমে এসেছে।

গ্রাম পুনরায় বিদ্যুৎ পরিষেবা চালু হওয়ার প্রসঙ্গে গ্রামবাসীরা জানিয়েছেন, ‘গ্রাম বিদ্যুৎ আসার ফলে আমরা খুবই খুশি। বিদ্যুৎ সংযোগের ফলে আমাদের সুবিধাই হল। এবার থেকে আমরা টিভি, ফ্রিজ চালাতে পারব। বিদ্যুৎতের অভাবে শিশুরা লেখাপড়া করতে পারত না। তাই গ্রামে বিদ্যুতায়ন আমাদের কাছে বড় স্বস্থির বিষয়।'

এই প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং জানিয়েছেন, মাওবাদীদের জন্যই গ্রামবাসীরা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হয়ে আসছিল। বিদ্যুতায়নের জন্য আমাদের জওয়ানরা আত্মবলিদান দিয়েছে। তাই গ্রামবাসীদের কাছে বিদ্যুৎ পৌঁছে দেওয়াটা আমাদের কর্তব্য। ২০১৮ সালের জুনের মধ্যেই রাজ্যের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।

কোন মন্তব্য নেই: