বন্ধ হচ্ছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, স্তব্ধ পরিষেবা - Aaj Bikel
বন্ধ হচ্ছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, স্তব্ধ পরিষেবা

বন্ধ হচ্ছে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর, স্তব্ধ পরিষেবা

Share This

মুম্বই: রক্ষণাবেক্ষণের কাজের জন্য সোমবার এবং মঙ্গলবার বন্ধ থাকবে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর। ওই দুইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ স্থগিত থাকবে বিমান পরিষেবা। বিমানবন্দরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বহু আগেই দেশি-বিদেশি একাধিক যাত্রীবাহী বিমান পরিবহণ সংস্থাকে এই বিষয়ে জানিয়েও দেওয়া হয়েছে। কিন্তু তার জেরে চূড়ান্ত নাকাল হতে হয়েছে সাধারণ যাত্রীদের।

এই প্রেক্ষিতে এয়ার ইণ্ডিয়ার তরফে ৩৪টি বিমান বাতিল করে দেওয়া হয়েছে। ৮টি বিমানের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। জেট এয়ারওয়েসের তরফ থেকে ৬৪টি দেশীয় এবং ৬টি আন্তর্জাতিক বিমানের উড়ান বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে ৫৩টি দেশীয় এবং ১৭টি আন্তর্জাতিক বিমানের উড়ানের সময়সূচী পরিবর্তন করা হয়েছে।

যাত্রী সাধারণের উদ্দেশ্যে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের তরফ থেকে জানানো হয়েছে যে হাতে অনেক সময় নিয়ে আসতে। এই জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ দুঃখপ্রকাশও করেছে। প্রসঙ্গত, প্রতিদিন গড়ে ৯৮০ বিমান প্রতিদিন ওঠা নামা করে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রায় ৪০ মিলিয়ন যাত্রী যাতায়াত করে এই বিমানবন্দর দিয়ে।

কোন মন্তব্য নেই: