আরও কম দামে কলকাতায় পরিষেবা বাড়াবে এই উড়ান সংস্থা - Aaj Bikel
আরও কম দামে কলকাতায় পরিষেবা বাড়াবে এই উড়ান সংস্থা

আরও কম দামে কলকাতায় পরিষেবা বাড়াবে এই উড়ান সংস্থা

Share This

কলকাতা: কলকাতা থেকে উড়ান সংখ্যা বাড়ানোর জন্য এয়ার এশিয়া ইন্ডিয়া একটি নতুন এয়ারবাস এ৩২০ কিনল৷ এর ফলে টাটা গোষ্ঠীর বিমান পরিবহণ সংস্থাটির মোট বিমান সংখ্যা দাঁড়াল ১৮৷ এই নতুন বিমান আসার ফলে কলকাতা -বাগডোগরা রুটে উড়ান সংখ্যা আরও বাড়াবে এয়ার এশিয়া ইন্ডিয়া৷ ওই রুটে সংস্থাটি প্রতিদিন একটি নতুন উড়ান শুরু করবে বলে জানিয়েছে৷ এ ছাড়া, কলকাতা থেকে বিশাখাপত্তনম, ইম্ফল, গুয়াহাটি এবং পুনে রুটেও প্রতিদিন একটি নতুন উড়ান শুরু করা হবে৷

কোন মন্তব্য নেই: