এবার গণতান্ত্রিক অধিকারও খোয়ালেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক - Aaj Bikel
demo-image
teacher1

এবার গণতান্ত্রিক অধিকারও খোয়ালেন রাজ্যের কয়েক হাজার শিক্ষক

Share This

কলকাতা: রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা পঞ্চায়েতে ভোটে লড়ার ক্ষমতা তুলে নিল নির্বাচন কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এবারের পঞ্চায়েত নির্বাচনে পার্শ্বশিক্ষকরা প্রার্থী হতে পারবে না৷ কমিশনের এহেন সিদ্ধান্তের জেরে শিক্ষক মহলে চূড়ান্ত বিতর্ক তৈরি হয়েছে৷

অনেকেই প্রশ্ন তুলছেন, শিক্ষকরা যদি ভোটে লড়াই অধিকার পেয়ে থাকেন, তাহলে কেন পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা তাঁদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবেন? এমনিতেই কম বেতনে কাজ করে কোনোক্রমে সংসার চালাতে হচ্ছে পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের৷ বেতন বৃদ্ধি নিয়ে গালভরা প্রতিশ্রুতি এলেও মেলেনি সমাধান৷ এই পরিস্থিতি দাড়িয়ে ভোটে লড়ার অধিকার খুইয়ে চূড়ান্ত হতাশ পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের একাংশ৷ 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে পার্শ্বশিক্ষকরা প্রার্থী হতে পেরেছিলেন। তবে এবার রাজ্য নির্বাচন কমিশন প্যারাটিচার, শিক্ষাবন্ধুদের প্রার্থী হওয়া আটকেছে। তবে নিয়ম অনুযায়ী হাই ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন। গতবার পার্শ্ব শিক্ষকদের প্রার্থী হওয়াতে কোনও বিধি-নিষেধ ছিল না। কিন্তু, এবার রাজ্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়েছে পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা ভোটে দাঁড়াতে পারবেন না।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, গ্রাম রোজগার সেবক, ভিলেজ লেবেল ইন্টারপ্রেনার, স্কিলড টেকনিক্যাল পার্সন প্রভৃতি পদের কর্মচারীরা সরকারের মহাত্মা গান্ধী জাতীয় কর্মসুনিশ্চয়তা প্রকল্পের আওতায় কাজ করেন। সাধারণত এই কর্মচারীরা পঞ্চায়েতেই নিযুক্ত হন। স্থানীয় প্রশাসনই তাঁদের পরীক্ষা নিয়ে নিয়োগ করেছে। এই পদে কর্মরতরাও এবারের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে রাজ্য নির্বাচন কমিশন নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages