মাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট মেটাতে পড়ুয়াদের ১২ নম্বর দেওয়ার সিদ্ধান্ত - Aaj Bikel
demo-image
mp

মাধ্যমিকের প্রশ্ন বিভ্রাট মেটাতে পড়ুয়াদের ১২ নম্বর দেওয়ার সিদ্ধান্ত

Share This

কলকাতা: মাধ্যমিকের হিন্দি পরীক্ষায় সিলেবাস বহির্ভূত আবশ্যিক প্রশ্ন আসায় পরীক্ষার্থীদের ১২ নম্বর দিয়ে দেওয়া হবে। এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ। তাছাড়া আরও ১০ নম্বরের প্রশ্নও এসেছে সিলেবাসের বাইরে থেকে। সেই প্রশ্ন অবশ্য আব্যশিক বিভাগে নয়। 

 এই নম্বর দেওয়ার ভার পরীক্ষকদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, বাকি ১০ নম্বরের প্রশ্নের মধ্যে অপশন ছিল। যদি কেউ সিলেবাস বহির্ভূত প্রশ্নের উত্তর দিয়ে থাকে, তাহলে তাতে নম্বর দেওয়া হবে কি না, তা পরীক্ষকদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে।

Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages