আজ কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস? - Aaj Bikel
demo-image
weather

আজ কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

Share This
 

কলকাতা: বৃহস্পতিবার থেকে ক্রমে শক্তি বৃদ্ধি হয়েছে ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্তের। আর তার জেরেই আজ, শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়–বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। তবে মেঘপুঞ্জ স্থায়ী না হওয়ায় বৃষ্টি হয়নি সেখানে। 

শুক্রবার অবশ্য আরও কিছুটা শক্তি বৃদ্ধি হয়েছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের। যার জেরে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। কলকাতায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই ক্রমে শক্তি বৃদ্ধি হয়েছে ঝাড়খণ্ডের ওই ঘূর্ণাবর্তের। যার জেরে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে৷ সামান্য বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের কিছু অংশে৷ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড়–বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ আবহবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্ত দক্ষিণ–পূর্বের দিকে সরলে কলকাতায়ও মিলবে স্বস্তির বৃষ্টি।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages