নয়াদিল্লি: এবার আইপিএলের নির্বাচিত কিছু ম্যাচ দেখা যাবে দুরদর্শনেও। ট্যুইট করে একথা জানিয়েছে প্রসার ভারতী। ট্যুইটে প্রসার ভারতীর পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভিভো আইপিএল ২০১৮-কে আরও বেশি সংখ্যক দর্শকদের কাছে পৌঁছে দিতে এই উদ্যেগ নেওয়া হয়েছে।
তবে শর্ত হল, ম্যাচগুলি লাইভ দেখানো হবে না। একঘণ্টা দেরিতে দেখানো হবে। যদিও প্রসার ভারতী ১৫ মিনিট পরে দেখানোর প্রস্তাব দিয়েছিল। তবে দুরদর্শনের দর্শকদের জন্য প্রতিদিনের হাইলাইটস দেখানোর বিষয়ে রাজি হয়েছে স্টার স্পোর্টস। ম্যাচগুলি ডিডি স্পোর্টসে দেখা যাবে বলে জানানো হয়েছে। এই ব্যবস্থায় উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠান ছাড়াও ফাইনাল ম্যাচ ছাড়াও রবিবারগুলিতে অনুষ্ঠিত একটি ম্যাচ তারা সম্প্রচার করবে। প্রসার ভারতীর সিইও শশী শেখর জানিয়েছেন, এর থেকে যা আয় হবে তার ৫০-৫০ রাজস্ব ভাগ হবে স্টার টিভির সঙ্গে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন