কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর চেন্নাই সফর স্থগিত রাখলেন। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগে লাগাতার অশান্তির জেরে তাঁর এই সিদ্ধান্ত।
কেন্দ্রে এনডিএ বিরোধী জোট তৈরির যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন মমতা। দিল্লিতে গিয়ে প্রায় প্রতিটি দলের নেতা-নেত্রীর সঙ্গে কথা বলে এসেছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তাঁর সাংসদ কন্যাকে নিয়ে কথা বলে গিয়েছেন নবান্ন-তে এসে। আগামী সপ্তাহে তামিলনাডুতে গিয়ে ডিএমকে-র শীর্ষ নেতাদের সঙ্গে এ সব নিয়ে বৈঠকে বসার কথা ছিল মমতার।
সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের মনোনয়ন দাখিল নিয়ে যে পরিস্থতি তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী চান তা কিছুটা স্বাভাবিক হোক। রানিগঞ্জ-আসানসোলে সাম্প্রতিক গন্ডগোলের সময়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন। ঘনিষ্ঠমহলে তিনি ক্ষোভ জানিয়েছেন সেখানকার হাঙ্গামায় পুলিশি ভূমিকা নিয়ে। মমতা চান না তাঁর অনুপস্থিতিতে রাজ্যে আবার নতুন করে বড় অশান্তি হোক। তাই আপাতত ঠিক করেছেন, ২ মে-র পরে তিনি চেন্নাই যাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন