এবার পর্যবেক্ষক নিয়ে সংঘাতে জড়াল নির্বাচন কমিশন ও রাজ্য সরকার - Aaj Bikel
এবার পর্যবেক্ষক নিয়ে সংঘাতে জড়াল নির্বাচন কমিশন ও রাজ্য সরকার

এবার পর্যবেক্ষক নিয়ে সংঘাতে জড়াল নির্বাচন কমিশন ও রাজ্য সরকার

Share This

কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর পর এবার পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক দেওয়া নিয়ে ফের সংঘাত শুরু হল নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে ৷ নির্বাচন পর্যবেক্ষক নিয়ে দু'পক্ষের মধ্যে মতবিবাদ চরমে ৷ ৩৪২টি ব্লকের জন্য ৩৪২ জন পর্যবেক্ষক চেয়ে চিঠি দেয় কমিশন । কিন্তু,কমিশনের চাহিদা মেনে প্রতি ব্লকে পর্যবেক্ষক দিল না রাজ্য । সোমবার রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, ১৭১ জনের বেশি পর্যবেক্ষক দিতে নারাজ তারা ৷ অর্থাৎ রাজ্যে ৩৪২ টি ব্লকের প্রেক্ষিতে ১৭১ জন পর্যবেক্ষক দিল রাজ্য সরকার । অর্থাৎ প্রতি ২ টি ব্লক পিছু একজন করে পর্যবেক্ষক নিয়োগ করল রাজ্য সরকার ৷

পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যে অশান্তি অব্যহত ৷ নির্বাচনের দিন ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা বেড়ে চলেছে ৷ যার জেরে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে নিয়মিত অভিযোগও জমা পড়ছে ৷ কীভাবে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা যেতে পারে, তার জন্য পরিকল্পনা করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে রাজ্য সরকারের কাছে চিঠি দেয় নির্বাচন কমিশন ৷ কিন্তু সেই চিঠির যথাযথ উত্তর মেলেনি রাজ্য সরকারের তরফে ৷ কেন্দ্রীয় বাহিনী নিয়েই রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে সংঘাতের সূত্রপাত হয় ৷ এরপর নির্বাচন পর্যবেক্ষক নিয়ে ফের বিবাদ চরমে ওঠে রাজ্য এবং নির্বাচন কমিশনের মধ্যে ৷ রাজ্যে মোট ব্লক ৩৪২ টি ৷ প্রতি ব্লকে পর্যবেক্ষক চায় নির্বাচন কমিশন ৷ রাজ্য সরকারে তরফে জানান হয়েছে, ১৭১ জনের বেশি পর্যবেক্ষক দেওয়া যাবে না ৷ অর্থাৎ ২ টো ব্লকের জন্য ১ জন করে পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে ৷ ২০ জন আইএএস এবং ১৭০ জন ডব্লুবিসিএস অফিসার নিয়োগ করেছে ৷

তবে, কমিশনের চাহিদামত প্রতি জেলার জন্য ১ জন আইএএস অফিসারকেই পর্যবেক্ষক করে পাঠাচ্ছে রাজ‍্য । আজই পর্যবেক্ষকরা জেলায় জেলায় যেতে শুরু করেছেন । অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্য শনিবার নজরুল মঞ্চে বৈঠকও করেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিং৷ সূত্রের খবর, পর্যবেক্ষকদের গাইডলাইন তৈরি সহ ওই বৈঠকে তাঁদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয় সেখানে ৷ রাজ্য নির্বাচন কমিশনার এমনই জানিয়েছেন, পর্যবেক্ষকরা কমিশনের চোখ ৷ তাঁদের চোখ দিয়েই নজরদারি জারি রাখবে নির্বাচন কমিশন ৷ এই কারণে নিরপেক্ষভাবে তাঁদের কাজ করা প্রয়োজন ৷ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে পর্যবেক্ষকদের কাজ শুরুর নির্দেশও ওইদিনের বৈঠকে দেওয়া হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে রাজনৈতিক সংঘর্ষ এবং সন্ত্রাসের অভিযোগ আসছে, তার জন্য আরও পর্যবেক্ষকের প্রয়োজন বলে মনে করছে রাজ্য নির্বাচন কমিশন ৷ এবং, এই কারণে রাজ্য সরকারের কাছে কমিশন আরও পর্যবেক্ষক চেয়ে চিঠি দেয় ৷

নির্বাচনের সময় কমিশনের অধীনে পর্যবেক্ষকরা কাজ করবেন ৷ কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাঁদের কাজ করার কথা বলা হয়েছে ৷ যে পর্যবেক্ষককে যেখানকার দায়িত্ব দেওয়া হয়েছে, আজ ৯ এপ্রিলের মধ্যে সেখানে তাঁদের পৌঁছে যেতে হবে ৷ এবং, ওই দিন যাঁরা মনোনয়নপত্র পেশ করতে পারবেন না, তাঁদের জন্য মহকুমা শাসকের অফিসে ব্যবস্থা করে দেওয়ার কথাও পর্যবেক্ষকদের এ দিন রাজ্য নির্বাচন কমিশনার বলেছেন ৷

কোন মন্তব্য নেই: