পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোচবিহারে ঘর গোছাচ্ছে বিজেপি - Aaj Bikel
demo-image
bjp-supporters-gather-at-a-rally-of-bjp-prime-ministerial-candidate-and-gujarat-chief-mi

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কোচবিহারে ঘর গোছাচ্ছে বিজেপি

Share This

কোচবিহার : পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঘর গুছোতে আসরে নেমেছে ভারতীয় জনতা পার্টি। কোচবিহার জেলায় দলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি করতে তৎপর নেতৃত্ব। মঙ্গলবার কোচবিহার সুকান্ত মঞ্চে জেলার বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয় সেখানে বিজেপির জেলা নেতারা বাদেও উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক প্রতাপ বন্দোপাধায়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগের পাশাপাশি, দুর্নীতি আড়ালের অভিযোগ আনেন।

 তিনি বলেন, কোচবিহারে পুরসভার দুর্নীতিতে মূল অভিযুক্তদের আড়াল করা হচ্ছে। ইতিমধ্যে এই পুরসভার টাকা তছরুপের অভিযোগে সাত পুরকর্মীকে গ্রেরফতার করেছে পুলিশ।এই পুরসভা এলাকায় বেশ কিছু কাজে দুর্নীতির অভিযোগ তুলে মামলা করে শহরের নাগরিক সম্রাট কুন্ডু।এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ঐ কর্মীরা। কিন্তু মূল অভিযুক্তরা এখনো অধরা। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন চেয়ারপার্সন রেবা কুন্ডু ও তার কাউন্সিলর পুত্র শুভজিৎ কুন্ডু এবং হিসাবরক্ষক কনকেন্দ দাস ও পুরসভার অফিসার। মূল অভিযুক্তদের আড়াল করতে এখন বলির পাঁঠা করা হচ্ছে সাধারণ কর্মীদের বলে অভিযোগ করেন প্রতাপবাবু।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages