কলকাতা : আজকে গোটা পশ্চিমবঙ্গের অশান্তির মূল কারণ সিন্ডিকেট এবং তোলাবাজি। আর একে মদত দিচ্ছেন মুখ্যমন্ত্রী । বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের তোলাবাজি প্রসঙ্গে মঙ্গলবার এই মন্তব্য করেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক দেবশ্রী চৌধুরি ।
তিনি বলেন, বিগত সাড়ে ছ বছর ধরে এই রাজ্যে যিনি প্রধানা আছেন তিনি পরোক্ষে তার ক্যাডারদেরকে, তার লিডারদেরকে, তার জনপ্রতিনিধিদেরকে যেভাবে তোলা ও সিন্ডিকেট চালিয়ে যাবার জন্য মদত জুগিয়েছেন । আজকে এটা হিমশৈলের চূড়া দেখা গেল। যেখানে একজন মেয়র ব্যাবসায়ীকে হুমকি দিয়ে এক কোটি টাকা চেয়েছেন। আমরা প্রশ্ন করতে চাই যে কি কারনে এই রকম একটি বিষয় একজন ব্যাবসায়ী সামনে আনতে সাহস পেলেন। কি ভাবে । আজকে পরিস্থিতিটা এই পর্যায়ে পৌছেছে যে সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই কয়েক দিন আগে মাননীয়া মুখ্যমন্ত্রী সরকারি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছিলেন সিন্ডিকেট, তোলাবাজি,যাঁরা করবেন তারা রাজনীতি ছেড়ে দিন। দল ছেড়ে দিন। না হলে সিন্ডিকেট করুন।
তিনি প্রশ্ন তোলেন, আমি মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছি সব্যসাচী দত্ত সল্টলেকের মেয়র সিন্ডিকেটটা রাখবেন, নাকি তোলাবাজি যেটা করছেন সেটা রাখবেন। পশ্চিমবঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী যে ভাবে পরের পর নিজের অপদার্থতা, নিজের ব্যার্থতা নিজেই ঘোষণা করছেন। গতকাল বলেছেন, দু'শ টাকা দিলে মার্ডার করা যায়। মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাইছেন ওনার সমস্ত কন্ট্রোলের বাইরে চলে গেছে। যিনি রাজ্যের শাসন কর্ত্রী, প্রশাসনের সর্বোচ্চ অধিনায়িকা তিনি বলছেন দু'শ টাকা দিয়ে এখানে মার্ডার করা যায়। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছ তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন