গুয়াহাটি : বরাক উপত্যাকার পাঁচগ্রাম এবং জাগিরোডের নগাঁও কাগজকলকে পুনরুজ্জীবিত করতে ১,৮০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ দিচ্ছে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক। এই তথ্য দিয়েছেন রাজ্যের শিল্পোদ্যোগমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। আজ মঙ্গলবার বিধানসভায় বাজেট অধিবেশনের পর বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, কেন্দ্রীয় ভারী শিল্প দফতর এবং রাজ্য সরকার বহুদিন ধরে বন্ধ দুই কাগজকল খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে সম্প্রতি কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রক নাকি জানিয়েছে কারখানা দুটি খুলতে ১,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হবে। এক সঙ্গে নয়, কয়েক দফায় টাকাগুলি রিলিজ করা হবে।
মন্ত্রী জানান, দুই কাগজকলের বিভিন্ন খাতে বহু বকেয়া রয়েছে। সেগুলি মিটিয়েই কল দুটি খোলার ব্যবস্থা করা হবে।
এখানে উল্লেখ করা যেতে পারে, ১৯৮৫ এবং ১৯৮৮ সাল থেকে হিন্দুস্তান পেপার কর্পোরেশন লিমিটেডের জাগিরোড ও কাছাড় কাগজ কলে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়। কিন্তু ২০০৯ সালে মিজোরামে বাঁশঝাড়ে ফুল আসায় বছর তিনেকের জন্য বাঁশ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর গ্রিন ট্রাইবুনালের নিষেধাজ্ঞার জেরে বন্ধ হয় মেঘালয় থেকে কয়লা আসা। শুরু হয় ট্রেন লাইনে মেগা ব্লক। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নির্দেশে কস্টিক কারখানাও বন্ধ করে দিতে হয়। এত ধাক্কা একসঙ্গে সামলাতে না পেরে ২০১৫ সালের সেপ্টেম্বরে কাছাড় কাগজকল বন্ধ হয়। ২০১৭ সালের ১৩ মার্চ থেকে নগাঁওতেও উৎপাদন বন্ধ হয়ে যায়। কাছাড় ও নগাঁও মিলিয়ে স্থায়ী কর্মী ২০০০। অস্থায়ী কর্মী ৫০০০। ঠিকাদার, ঠিকাকর্মী, সকলের পরিবার মিলিয়ে কল বন্ধ থাকায় মোট দুই লক্ষ মানুষ আর দুটো শহরের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন