জানানে কি, ভারতে কত লক্ষ কৈশোরের ঠোটে নিয়মিত উঠেছে সিগারেট - Aaj Bikel
demo-image
smoking

জানানে কি, ভারতে কত লক্ষ কৈশোরের ঠোটে নিয়মিত উঠেছে সিগারেট

Share This

নয়াদিল্লি: ভারতে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে সমীক্ষায়৷ । যৌবনে পা দেওয়ার আগেই ধূমপানে অভ্যস্ত হয়ে পড়েছে ৬ লক্ষেরও বেশি ছেলেমেয়ে। 'গ্লোবাল টোবাকো অ্যাটলাসে'র সাম্প্রতিক এক সমীক্ষায় এই দাবি করা হয়েছে।

রিপোর্ট বলা হয়েছে, ভারতে অপ্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যা ৬.২৫ লক্ষেরও বেশি। এই সমীক্ষাতেই প্রকাশ, ভারতে প্রতি সপ্তাহে তামাকসেবনের কারণে মারা যায় ১৭,৮৮৭ জন৷ সমীক্ষায় আরও উল্লেখ করা হয়, ধূমপানের জন্য আর্থিক খরচের পরিমাণ ১.৮১ লক্ষ কোটি টাকা৷
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages