খোদ শহরের অভিজাত এলাকায় রমরমা মধুচক্রের আসর, পুলিশি অভিযানে ধৃত ১৭ যুগল - Aaj Bikel
খোদ শহরের অভিজাত এলাকায় রমরমা মধুচক্রের আসর, পুলিশি অভিযানে ধৃত ১৭ যুগল

খোদ শহরের অভিজাত এলাকায় রমরমা মধুচক্রের আসর, পুলিশি অভিযানে ধৃত ১৭ যুগল

Share This

কলকাতা: ফের মহানগরের জনবসতি এলাকায় মধুচক্রে হানা দিয়ে পুরুষ ও মহিলা সহ ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। বাড়ির মালিক পলাতক। পুলিশ সূত্রে খবর, বেহালার পর্ণশ্রীর একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।

শহরের জনবসতি এলাকায় রমরমিয়ে চলছে মধুচক্রও। কখনও প্রলোভন কিংবা ভয় দেখিয়ে কলেজপড়ুয়া, এমনকি, স্কুলপড়ুয়াদেরও দেহ ব্যবসা নামাচ্ছে এক শ্রেণির অসাধু মানুষ। বাড়তি রোজগারের অনেকে আবার স্বেচ্ছায় মধুচক্রের সঙ্গে যুক্ত হচ্ছেন। বেহালার পর্ণশ্রী অভিজাত পাড়া বলেই পরিচিত। অভিযোগ, পর্ণশ্রীর উপেন ব্যানার্জি রোডে একটি দোতলা বাড়িতে দীর্ঘদিন ধরেই মধুচক্র চালাচ্ছিলেন বাড়ির মালিক।

তদন্তকারীদের দাবি, মধুচক্র চালানোর জন্য অল্প বয়সী মেয়েদের জোর করে ওই বাড়িতে নিয়ে আসা হত। অনেকে আবার স্বেচ্ছায় ‘খদ্দের’ নিয়েও ওই বাড়িতে আসত। বিষয়টি নজরে পড়ে পুলিশে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। ধরা পড়ে যায় ১৭ জন তরুণ-তরুণী। তবে মূল অভিযুক্ত বাড়ির মালিককে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, কয়েকদিন আগেও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে একটি হোটেল মধুচক্রের পর্দাফাঁস করেছিল সিআইডি। তিন মহিলা সহ ১২ জনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, ওই হোটেলে প্রতিরাতে বসত মধুচক্রের আসর। সুন্দরী যুবতী ও নাবালিকাদের লোভেই হোটেল আসত রাঘববোয়ালরা।

কোন মন্তব্য নেই: