কৃষ্ণসার হত্যা মামলা: দোষী সাব্যস্ত সলমন খান - Aaj Bikel
কৃষ্ণসার হত্যা মামলা: দোষী সাব্যস্ত সলমন খান

কৃষ্ণসার হত্যা মামলা: দোষী সাব্যস্ত সলমন খান

Share This

কৃষ্ণসার হত্যা মামলায় দোষী সাব্যস্ত সলমন খান৷ যোধপুর আদালতের তরফে এই মামলায় আজ দোষী সাব্যস্ত করা হল সলমন খানকে। বণ্যপ্রাণ সংরক্ষণ আইনের ৯-এর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সলমনকে। কিন্তু, বাকিরা প্রত্যেকে বেকসুর খালাস বলে ঘোষণা করা হয়েছে। ১৯৯৮ সালের ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’-এর  শুটিংয়ের সময় যোধপুরে গিয়ে ঝামেলায় জড়ান সলমন খান। দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার পর আজ দোষী সাব্যস্ত করল আদালত৷

কোন মন্তব্য নেই: