গোল্ড কোস্ট: ‘স্বপ্ন ছড়িয়ে দাও!’ এই স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে বুধবার পর্দা উঠল ২১তম কমনওয়েলথ গেমসের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রযুক্তির অনবদ্য ব্যবহারে আধুনিকতা সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল সাবেকিয়ানা। চোখ ধাঁধানো লেজার শো রাতের কারারা স্টেডিয়ামকে মায়াবি করে তুলল। প্রোজেকশনে গোটা স্টেডিয়ামে ফুটে উঠল মহাজাগতিক দৃশ্য। শিল্পির হাতে গোটা পৃথীবি, আবার পৃথীবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গোল্ড কোস্ট। অস্ট্রেলিয়ার লোক সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়পর্ব শেষে গোটা স্টেডিয়াম আকার নেয় কৃত্রিম সমুদ্র সৈকতের। সাইবাই দ্বীপের ‘ঈগল ড্যান্স’ মুগ্ধ করেছে সকলকে। সঙ্গে আকাশজুড়ে আতশবাজির প্রদর্শন।
গোল্ড কোস্ট: ‘স্বপ্ন ছড়িয়ে দাও!’ এই স্লোগানকে সামনে রেখে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে বুধবার পর্দা উঠল ২১তম কমনওয়েলথ গেমসের। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রযুক্তির অনবদ্য ব্যবহারে আধুনিকতা সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল সাবেকিয়ানা। চোখ ধাঁধানো লেজার শো রাতের কারারা স্টেডিয়ামকে মায়াবি করে তুলল। প্রোজেকশনে গোটা স্টেডিয়ামে ফুটে উঠল মহাজাগতিক দৃশ্য। শিল্পির হাতে গোটা পৃথীবি, আবার পৃথীবির কেন্দ্রবিন্দু হয়ে ওঠা গোল্ড কোস্ট। অস্ট্রেলিয়ার লোক সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচয়পর্ব শেষে গোটা স্টেডিয়াম আকার নেয় কৃত্রিম সমুদ্র সৈকতের। সাইবাই দ্বীপের ‘ঈগল ড্যান্স’ মুগ্ধ করেছে সকলকে। সঙ্গে আকাশজুড়ে আতশবাজির প্রদর্শন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন