একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম একশো উইকেট দখলের নজির রাসিদ খানের - Aaj Bikel
একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম একশো উইকেট দখলের নজির রাসিদ খানের

একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম একশো উইকেট দখলের নজির রাসিদ খানের

Share This


হারারে   : একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম একশো উইকেট প্রাপক হিসেবে নজির গড়লেন আফগান বোলার রাসিদ খান৷ রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশ্বকাপ কোয়ালিফাই পর্বের ম্যাচে সাই হোপকে ২৩ রানে আউট করে এই নজির গড়েন রসিদ৷

৪৪ টি একদিনের ম্যাচ খেলে এই কীর্তি গড়লেন আইপিএলে খ্যাত লেগস্পিনার রাসিদ৷ এর আগে ৫২টি একদিনের ম্যাচ খেলে ১০০ উইকেট পেয়েছিলেন অজি পেসার মিচেল স্টার্ক৷ একদিনের ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে দু’নম্বরে থাকা রাসিদ, স্টার্কের থেকে আট ম্যাচ কম খেলে এই নজির গড়লেন৷ আইপিএলে শেষ মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে চোখ ধাঁধানো পারফর্ম্যান্স করে খবরের শিরোনামে উঠে আসেন এই স্পিনার৷ একাদশতম আইপিএলেও হায়দরাবাদের জার্সিতে খেলবেন রাসিদ৷

ওয়েস্ট বিরুদ্ধে এদিনের ম্যাচে ৯ ওভার হাত ঘুরিয়ে ৪২ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন৷ এর আগে শুক্রবার আয়ারল্যান্ডকে হারিয়ে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে কোয়ালিফাই করে আফগানিস্তান৷ সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লেগ স্পিনার রাসিদের৷ আফগানিস্তানের বিরুদ্ধে এদিন ৪৬.৫ ওভারের ২০৪ রানে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায়৷ ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে দুরন্ত ব্যাটিং করছে আফগানরা৷

কোন মন্তব্য নেই: