বিনা টিকিটে ট্রেনে উঠলে জোর করে নামিয়ে দেওয়া অথবা বড়সড় জরিমানা করবেনা রেল - Aaj Bikel
বিনা টিকিটে ট্রেনে উঠলে জোর করে নামিয়ে দেওয়া অথবা বড়সড় জরিমানা করবেনা রেল

বিনা টিকিটে ট্রেনে উঠলে জোর করে নামিয়ে দেওয়া অথবা বড়সড় জরিমানা করবেনা রেল

Share This


নয়াদিল্লি  : এবার থেকে টিকিট ছাড়া ট্রেনে উঠলে জোর করে নামিয়ে দেওয়া হবে না ও বড়সড় জরিমানাও নেওয়া হবে না।রেলমন্ত্রক সূত্রে এমনটাই খবর পাওয়া গিয়েছে| যাত্রীদের কথা মাথায় রেখে এই সুবিধা নিয়ে আসতে চলেছে ভারতীয় রেল মন্ত্রক। শুধু টিকিট নিয়েই নয়। রেলের আরও বিভিন্ন দিকগুলির মান উন্নত করতে ও যাত্রীদের সন্তুষ্টি বাড়াতে রেলের সক্ষম প্রকল্পের অন্তর্গত রেলের কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করেছে রেল।

 এক বছর ধরে চলবে এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্যই হল যাত্রী সন্তুষ্টি ও যাত্রী সুরক্ষা। রেলের এই কর্মীদের মধ্যে ম্যানেজার থেকে শুরু করে ক্লিনিং স্টাফ সকলে থাকবেন। যাদের সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলতে হয়, তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে রেল মন্ত্রক। সক্ষম প্রকল্পের জন্যই, কোনও টিকিটহীন যাত্রীকে নামিয়ে দেওয়া হবে না। টিকিটহীন যাত্রী ধরা পড়লে তাঁকে যা ট্রেনের যা ভাড়া তাই দিতে হবে। সঙ্গে অল্প কিছু দিতে হবে জরিমানা। রাতে যদি কোনও মহিলা যাত্রী টিকিট ছাড়া যাত্রা করেন এবং কোনও আসন ফাঁকা না থাকে, তা হলে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টেশনে তাঁকে নামিয়ে দিয়ে একটি বিশ্রামাগার বুক করে দেওয়া হবে। তবে দিনের বেলায় যদি কোনও আসন ফাঁকা না থাকে, তাহলে পরের স্টেশনে নামতে হবে টিকিটহীন যাত্রীকে।

কোন মন্তব্য নেই: