যোধপুর: অপরাধীর কোনও শ্রেণিভেদ নেই। হাড়ে হাড়ে টের পাচ্ছেন সলমন খান। যোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারে তাঁর পরিচয় এখন কেবল কয়েদি নম্বর ১০৬। রাতে অন্যান্য কয়েদির মতোই তাঁকে খেতে দেওয়া হয় ডাল-রুটি। তবে জেলের সেই খাবার সলমন খাননি বলেই খবর।
প্রথম রাতটা না হয় উপোষ করেই কাটালেন সলমন। বাকি দিনগুলো কী করবেন? জেলের সুপার বিক্রম সিং বলেছেন, সাধারণ কয়েদির মতোই থাকতে হবে সলমনকে। কোনও আলাদা সুবিধা পাবেন না। রাতে ডাল-রুটি আর সকালে খিচুরি খেতে হবে। শোওয়ার জন্য পাবেন কাঠের সাধারণ খাট। এদিকে, রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায়ের পক্ষে জানানো হয়েছে, রেহাই পাওয়া অন্য চারজনের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাবেন তাঁরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন