‘ভাইজানে’র দুঃখ ঘোচাতে জেলে গেলেন অভিনেত্রী প্রীতি জিন্টা - Aaj Bikel
demo-image
preity-zinta-salman

‘ভাইজানে’র দুঃখ ঘোচাতে জেলে গেলেন অভিনেত্রী প্রীতি জিন্টা

Share This

যোধপুর: কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত বলিউড ‘ভাইজান’ সলমন খানকে দেখতে যোধপুর এলেন বলিউড তারকা অভিনেত্রী প্রীতি জিন্টা। শুক্রবার একটি সাদা রঙের টুপি পরে প্রীতি যোধপুরে অাসেন। সংবাদমাধ্যমকে এড়িয়ে যোধপুর সেন্ট্রাল জেলে ঢুকে পড়েন। ক্যামেরা বন্দি এড়ানোর জন্য গাড়ির জানালা কাগজ দিয়ে ঘেরা ছিল। প্রীতির ছবি ধরা পড়েনি। জানা গিয়েছে, প্রায় আধঘন্টা জেলে সলমনের কাছে ছিলেন প্রীতি।
সলমনের সঙ্গে প্রীতির বন্ধুত্ব সবারই জানা। প্রথম সেলিব্রিটি হিসেবে প্রীতি সলমনের সঙ্কটের সময়ে সলমনের পাশে দাঁড়াতে যোধপুর সেন্ট্রাল জেলে অাসেন।

এদিকে এদিন যোধপুরের দায়রা আদালতে জামিন পাননি কৃষ্ণসার হরিণ শিকার মামলায় পাঁচ বছরের কারাদণ্ড প্রাপ্ত সলমন খান। আগামীকাল শনিবার সলমনের জামিনের আর্জি নিয়ে সিদ্ধান্ত জানাবে আদালত। সলমনের কারাদণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করেছেন বলিউড তারকা সহ অনুরাগীরাও। এরইমধ্যে সলমনকে দেখতে যোধপুরে অাসেন বলিউড নায়িকা প্রীতি জিন্টা। সলমনের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন প্রীতি। এই সংকটের সময় সহ অভিনেতার প্রতি সহমর্মিতা জানাতে গেলেন প্রীতি। এমনিতে দাদার পাশে থাকতে দুই বোন আলভিরা ও অর্পিতা যোধপুরেই রয়েছেন।

বৃহস্পতিবার আদালতে যখন কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমনের সাজা ঘোষণা হয়, তখন মুম্বইয়ের বান্দ্রায় তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ছিলেন ভাই সোহেল ও আরবাজ, বোনের স্বামী আয়ুষ শর্মা সহ পরিবারের অন্য লোকজন। সাজা ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে পৌঁছান কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি। পরে আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরা খান ও তাঁর বোন অমৃতা অরোরা, রেস ৩ নির্মাতা রমেশ নৌরানি, স্নেহা উলাল, ডেইজি শাহ, সোনাক্ষী সিনহাও সলমনের বাড়িতে যান।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages