জানেন কি, অত্যন্ত দুর্লভ এই পেয়ালাটি কত দামে বিক্রি হল? - Aaj Bikel
demo-image
bowl-6

জানেন কি, অত্যন্ত দুর্লভ এই পেয়ালাটি কত দামে বিক্রি হল?

Share This

হংকং: চিনে অষ্টাদশ শতকের কুইং রাজবংশের সময়কার একটি অত্যন্ত দুর্লভ পেয়ালা নিলামে প্রায় ২০০ কোটি টাকায় বিক্রি হল। মঙ্গলবার নিলামকারী সংস্থা সোথবির এই পাত্রটি নিলামে তোলে। 

এই পেয়ালা কুইং রাজবংশের কাঙজি নামে শাসকের। তা ৩০ মিলিয়ন ডলার বা প্রায় ২০০ কোটি টাকায় নিলাম হয়েছে। সোথবি এশিয়ার প্রধান নিকোলাস চাউ বলেছেন, ১৮ শতকের প্রথম দিকে সম্রাট এই পেয়ালা ব্যবহার করতেন। এই পেয়ালার উপরিভাগের আকার ৬ ইঞ্চি। 

এতে রয়েছে চিনের ঐতিহ্যশালী নকশার কাজ। পেয়ালার গায়ে যে ফুলের নকশা রয়েছে তা ড্যাফোডিল ফুলের মতো। এ ধরনের নকশা সাধারণত চিনে মাটিতে তৈরি বাসনে দেখা যায় না।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages