চিনা হামলা বিপর্যস্ত প্রতিরক্ষামন্ত্রক - Aaj Bikel
demo-image
chinajpg

চিনা হামলা বিপর্যস্ত প্রতিরক্ষামন্ত্রক

Share This

নয়াদিল্লি: হ্যাক প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট৷ হোম পেজে আসছে চিনা লেখা৷ আজ শুক্রবার এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছাড়ায় সাইবার দুনিয়ায়৷ সংবাদসংস্থা সূত্রে খবর, নেপথ্যে চিনা হ্যাকাররা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ ওয়েবসাইটকে নিজের জায়গায় ফিরিয়ে আনার কাজ করছে ন্যাশনাল ইনফরম্যাটিক্স সেন্টার৷ এই সংস্থাই ওয়েবসাইটটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে৷

Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages