আধার ব্যাংক জালিয়াতি রুখতে না: সুপ্রিম কোর্ট - Aaj Bikel
demo-image
Aadhar-card-Supreme-court

আধার ব্যাংক জালিয়াতি রুখতে না: সুপ্রিম কোর্ট

Share This

নয়াদিল্লি: আধার কার্ড দিয়ে ব্যাংক জালিয়াতি রুখে দেওয়া যাবে, কেন্দ্রীয় সরকারের এই দাবি কার্যত খারিজই করে দিল সুপ্রিমকোর্ট৷ শীর্ষ আদালতে আধার কার্ডের বৈধতা নিয়ে শুনানি চলাকালীন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, আধারের মাধ্যমে ব্যাংক কেলেঙ্কারি আটকানো সম্ভব নয়৷ 


কারণ, আধারের সঙ্গে ব্যাংক কেলেঙ্কারির কোনও সম্পর্ক নেই৷ কেন্দ্রের হয়ে সওয়াল করতে আসা অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপালকে এই কথা বলেন বিচারপতি এ কে সিক্রি৷ বিচারপতি সিক্রিকে সমর্থন করেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷ 

তিনি বলেন, ‘ব্যাংক কেলেঙ্কারির ক্ষেত্রে প্রতারকের নাম কারও কাছে অজানা থাকে না৷ ব্যাঙ্ক যাঁকে ঋণ দিচ্ছে, তাঁর পরিচয় জানে৷ তা সত্বেও কেলেঙ্কারি ঘটে, কারণ এই জালিয়াতদের সঙ্গে ব্যাঙ্কের আধিকারিকদের যোগসাজশ থাকে৷ আধার দিয়ে এটা বন্ধ করা যায় না৷’ শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির বেঞ্চের দুই বিচারপতির এমন কড়া পর্যবেক্ষণের পরে অ্যাটর্নি জেনারেলের কার্যত আর কিছুই বলার ছিল না৷ তাও তিনি চেষ্টা করেন আধারের প্রয়োগ-নীতির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরার৷ যে চেষ্টা তিনি গত বেশ কয়েকটি শুনানি ধরেই করে চলেছেন৷
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages