নয়াদিল্লি: ভারতে ২০ কোটির মধ্যে প্রায় ৫.৯২ লক্ষ ইউজারের তথ্য চুরি হয়ে পারে বলে জানাল ফেসবুক কর্তৃপক্ষ৷ এই ঘটনার পেছনে ব্রিটেনের সংস্থা কেমব্রিজ অ্যানালিটিকা জড়িত বলে অভিযোগ ফেসবুক কর্তৃপক্ষের৷
তথ্য হাতানোর ঘটনায় গত মাসেই ভারত ফেসবুক ও অ্যানালিটিকাকে শো-অফ নোটিশ জারি করেছে৷ বিভিন্ন দেশের নির্বাচন প্রভাবিত করতে তথ্যসংগ্রহকারী সংস্থা অ্যানালিটিকা সারা বিশ্বের লক্ষ লক্ষ ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য অবৈধভাবে হাতিয়েছে বলে অভিযোগ৷
ফেসবুক স্বীকার করেছে, প্রায় ৮.৭০ কোটি গ্রাহকের তথ্য অ্যানালিটিকা হাতিয়ে নিয়েছে৷ বিশেষ একটি অ্যাপ ইন্সস্টলেশনের মাধ্যমে ভারতের ৩৩৫ জন প্রত্যক্ষভাবে ক্ষতির শিকার হয়েছেন। ওই ইউজারদের ফ্রেন্ড হিসেবে আরও ৫৬২,৪৫৫ জন গ্রাহক অপ্রত্যক্ষভাবে তথ্য চুরির শিকার হয়ে থাকতে পারেন। অর্থাৎ সারা বিশ্বের নিরিখে তথ্য চুরির ঘটনায় ০৬ শতাংশ ভারতীয় গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন