স্কুটি থেকে নামিয়ে ছাত্রীকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা, উপস্থিত বুদ্ধিতে রক্ষা সম্মান - Aaj Bikel
demo-image
rape_

স্কুটি থেকে নামিয়ে ছাত্রীকে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা, উপস্থিত বুদ্ধিতে রক্ষা সম্মান

Share This

ভাঙড়: কলেজে যাওয়ার পথে স্কুটি থামিয়ে প্রথম বর্ষের এক ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজের সামনে। ঘটনায় অভিযুক্ত স্থানীয় যুবক বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বুধাবার দুপুরে কলেজে যাওয়ার সময় স্কুটি থেকে নামিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এমনকি এ বিষয়ে থানায় অভিযোগ জানাতে গেলে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া ও খুনের হুমকিও ওই ছাত্রীকে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বুধবার রাতেই কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা ছাত্রী।

দীর্ঘ দেড় বছর ধরেই স্কুল কলেজে যাওয়া আসার পথে বা অন্যকোন কাজে ওই ছাত্রী বাড়ির বাইরে বের হলেই তাকে পথেঘাটে বিভিন্ন ধরনের কটূক্তি করত অভিযুক্ত বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বুধবার দুপুরে যখন ভাঙড় মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ওই ছাত্রী নিজের স্কুটি চালিয়ে কলেজে যাচ্ছিলেন, ঠিক তখন অভিযুক্ত বাইক নিয়ে এসে পথ আটকে দাঁড়ায়। স্কুটি থেকে জোর করে নামিয়ে টানতে টানতে রাস্তার খানিক দূরে ঝোপের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করে। 

সেই সময় ছাত্রী চিৎকার শুরু করলে আশপাশের মানুষজন এসে তাকে উদ্ধার করে। বেগতিক বুঝে পালিয়ে যায় অভিযুক্ত। বাড়ি ফিরে এবিষয়ে পরিবারের লোকেদের কাছে সমস্ত বিষয়টি জানায় নির্যাতিতা ছাত্রী। পরে বুধবার রাতেই এ বিষয়ে কাশিপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। অভিযুক্তের নামে আরও অভিযোগ যে, থানায় অভিযোগ দায়ের করলে ছাত্রীকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবে ও খুনের হুমকি ও দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। এ বিষয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কাশিপুর থানার পুলিশ।
Comment Using!!

কোন মন্তব্য নেই:

Pages