বহরমপুর: সোমবার ভোরে মুর্শিদাবাদের বালিরঘাট এলাকায় রাজ্য সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে৷ এখনও নিখোঁজ বহু৷ শেষ পাওয়া খবর, উদ্ধার হওয়া ৩৬টি দেহের মধ্যে ২৫ জনকে সনাক্ত করা গিয়েছে৷
শিক্ষা ও চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷
জানা গিয়েছে, এদিনের এই দুর্ঘটনায় সাত জন শিক্ষকের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে দু’জন স্কুল শিক্ষা বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷ মানস পাল, শিক্ষক ফতুল্লাপুর হাইস্কুল, জয়শ্রী চট্টোপাধ্যায়, শিক্ষিকা গোটা হাইস্কুল, সুফিয়া মমতাজ, শিক্ষিকা জয়কৃষ্ণ পুর হাইস্কুল, প্রদ্যুৎ কুমার চৌধুরী, শিক্ষক গৌরীপুর হেমাজুদ্দিন হাইস্কুল, হরিশংকরপুর হাইস্কুলের শিক্ষক গোলাম মোস্তফার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এইসঙ্গে সুজয় মজুমদার ও শুভব্রত মিত্র নামের দুই প্রাথমিক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷
আরও পড়ুন- ‘বাস দুর্ঘটনার দায় নিয়ে কেন পদত্যাগ করলেন না পরিবহণ মন্ত্রী?’
টেট সংক্রান্ত সমস্ত খবর পড়ুন এই লিঙ্কে
স্থানীয় সূত্রে খবর, বাসটি করিমপুর থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল৷ নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে সম্পূর্ণভাবে ডুবে যায়৷ বাসে ৬০-৭০ জন যাত্রী ছিলেন বলে আশঙ্কা প্রশাসনের৷ বেশ কয়েক ঘণ্টা পর তিনটি ক্রেন দিয়ে বাসটি নদী থেকে তোল হয়৷
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে
দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে বাসটি উদ্ধার করার বিষয়ে উদাসিনতা দেখানোর অভিযোগে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হয় এলাকা। জনতার রোষের মুখে পড়েন জেলাশাসক ও পুলিশ সুপার৷ এরপরই মারমুখি হয়ে ওঠে জনতা৷ দু'পক্ষের খণ্ডযুদ্ধ চলতে থাকে৷ ভাঙচুর করা হয় গাড়ি৷ চলে ইটবৃষ্টি৷ পরিস্থিতি সামলাতে শূন্যে গুলি চালায় পুলিশ৷ ফাটানো হয় টিয়ার গ্যাসের শেলও৷
এদিনের এই ঘটনার ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ গুরুতর আহতদের এক লক্ষ টাকা করে এবং কম আঘাত যাঁদের তাঁদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে৷
আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?
পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)
আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি
আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ
আরও পড়ুন- শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শুরু করেছে কমিশন
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা
আরও পড়ুন- রাজ্যে শিক্ষকের অভাব নেই: শিক্ষামন্ত্রী
আরও পড়ুন- বিনামূল্যের টেস্ট পেপার নিতে এত অনীহা কেন?
পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন