সাফল্যের তিন রহস্য বদলে দিতে পারে আপনার জীবন - Aaj Bikel
সাফল্যের তিন রহস্য বদলে দিতে পারে আপনার জীবন

সাফল্যের তিন রহস্য বদলে দিতে পারে আপনার জীবন

Share This


৬৫ বছরের মি. স্যান্ডার্স যখন সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে বেরিয়ে এলেন, তাঁর মুখ শুকনো৷ হাতে একটি ১০৫ ডলারের চেক৷ এতে সারা মাস চলতে হবে৷ সারা জীবন পাচকের কাজ করেছেন৷ সবাই তাঁর মচমচে চিকেনের প্রশংসা করে, অথচ এখন বিপাকে পড়ে হাবুডুবু খাচ্ছেন৷

কেনটাকি শহরে এমন কোনও রেস্টুরেন্ট নেই, যেখানে তিনি যাননি৷ সবাইকে অনুরোধ, তাঁর রেসিপিতে যেন চিকেন বিক্রি করেন এবং তাঁর কমিশন এক নিকেল (৫ সেন্ট) দেন৷ কেউই রাজি হল না৷ ১০০৯টি প্রত্যাখ্যান৷ বৃদ্ধ কিন্তু হাল ছাড়লেন না৷ বললেন, ‘আমি নিজেই রেস্টুরেন্ট বানাব৷’ জন্ম হল কেএফসির ( Kentucky Fried Chicken )৷ আজ পৃথিবীর ১২০টি দেশে ১৮০০০ শাখা আছে কেএফসির৷ মিলিয়ন ডলার মুনাফা৷

আপনি কি হান্টের নাম শুনেছেন? কোনও এক সময় তিনি পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে আত্মপ্রতিষ্ঠিত বিলিয়নেয়ার ছিলেন৷ তাঁকে এক টিভি সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘আপনার সাফল্যের রহস্য কী বলুন তো?’ তিনি উত্তর দিলেন, ‘আপনি যদি সফল হতে চান, তিনটি জিনিস আপনার দরকার৷ ক. সিদ্ধান্ত নিন, আপনি জীবনে কী চান৷ খ. আপনার কাঙ্ক্ষিত বস্তু পেতে কী মূল্য আপনাকে দিতে হবে৷ গ. এবার মূল্য দিতে শুরু করুন৷

সক্রিয় হোন৷ জীবন অনেকটা ক্যাফেটেরিয়ার মতো, রেস্টুরেন্ট নয়৷ রেস্টুরেন্টে আপনি ঢোকেন, ধীরেসুস্থে ডিনার করেন, তারপর বিল পে করেন, তাই না? আর ক্যাফেটেরিয়ায় আপনি নিজেকে নিজে সার্ভ করেন, খাওয়ার আগে পে করেন৷ অনেক মানুষ মনে করে, আমি যখন জীবনে সফল হব তখন পে করব৷ এটা ভুল৷ আপনাকে আগে পে করতে হবে জীবনে সফলতা লাভ করতে৷ আপনি কি চুল্লির সামনে দাঁড়িয়ে বলবেন, আমাকে উত্তাপ দাও, আমি পরে জ্বালানি দেব?

জীবনে কোনও কিছু অর্জন করতে হলে আগে জ্বালানি দিতে হবে, পরে উত্তাপ পাবেন৷ জিগ জাগলার নামের এক নামকরা বক্তা বলেছেন, ‘সাফল্যের দ্বারে পৌঁছানোর জন্য যে লিফট, সেটা হয়তো সব সময় কাজ করে না৷ তবে সিঁড়ি তো সব সময় খোলা, তাই না?’ আপনার ভেতরে যে প্রতিভা লুকিয়ে আছে তাকে ১০০% ব্যবহার করুন৷

প্রতিদিন সকালে উঠে কোনও কাজ করার আগে লিখে ফেলুন আপনার জীবনের দশটি লক্ষ্য৷ সব সময় মনে মনে চিন্তা করুন, কী চান আর কী চান না৷ আপনার কোনটা ভালো লাগে না সেটা নিয়ে অভিযোগ করবেন না৷ আপনার জীবনে যদি কোনও লক্ষ্য থাকে, সেটাই সব সময় উদ্বুদ্ধ করবে যে কোনও বাধা অতিক্রম করতে৷ আপনি জানেন না আপনার ভেতরে কী সুপ্ত শক্তি আছে৷ মনের দরজা খুলে দিন৷ আপনি সাফল্য লাভ করবেনই৷

কোন মন্তব্য নেই: