৬৫ বছরের মি. স্যান্ডার্স যখন সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে বেরিয়ে এলেন, তাঁর মুখ শুকনো৷ হাতে একটি ১০৫ ডলারের চেক৷ এতে সারা মাস চলতে হবে৷ সারা জীবন পাচকের কাজ করেছেন৷ সবাই তাঁর মচমচে চিকেনের প্রশংসা করে, অথচ এখন বিপাকে পড়ে হাবুডুবু খাচ্ছেন৷
কেনটাকি শহরে এমন কোনও রেস্টুরেন্ট নেই, যেখানে তিনি যাননি৷ সবাইকে অনুরোধ, তাঁর রেসিপিতে যেন চিকেন বিক্রি করেন এবং তাঁর কমিশন এক নিকেল (৫ সেন্ট) দেন৷ কেউই রাজি হল না৷ ১০০৯টি প্রত্যাখ্যান৷ বৃদ্ধ কিন্তু হাল ছাড়লেন না৷ বললেন, ‘আমি নিজেই রেস্টুরেন্ট বানাব৷’ জন্ম হল কেএফসির ( Kentucky Fried Chicken )৷ আজ পৃথিবীর ১২০টি দেশে ১৮০০০ শাখা আছে কেএফসির৷ মিলিয়ন ডলার মুনাফা৷
আপনি কি হান্টের নাম শুনেছেন? কোনও এক সময় তিনি পৃথিবীর সবচেয়ে ধনী হিসেবে আত্মপ্রতিষ্ঠিত বিলিয়নেয়ার ছিলেন৷ তাঁকে এক টিভি সাংবাদিক জিজ্ঞেস করলেন, ‘আপনার সাফল্যের রহস্য কী বলুন তো?’ তিনি উত্তর দিলেন, ‘আপনি যদি সফল হতে চান, তিনটি জিনিস আপনার দরকার৷ ক. সিদ্ধান্ত নিন, আপনি জীবনে কী চান৷ খ. আপনার কাঙ্ক্ষিত বস্তু পেতে কী মূল্য আপনাকে দিতে হবে৷ গ. এবার মূল্য দিতে শুরু করুন৷
সক্রিয় হোন৷ জীবন অনেকটা ক্যাফেটেরিয়ার মতো, রেস্টুরেন্ট নয়৷ রেস্টুরেন্টে আপনি ঢোকেন, ধীরেসুস্থে ডিনার করেন, তারপর বিল পে করেন, তাই না? আর ক্যাফেটেরিয়ায় আপনি নিজেকে নিজে সার্ভ করেন, খাওয়ার আগে পে করেন৷ অনেক মানুষ মনে করে, আমি যখন জীবনে সফল হব তখন পে করব৷ এটা ভুল৷ আপনাকে আগে পে করতে হবে জীবনে সফলতা লাভ করতে৷ আপনি কি চুল্লির সামনে দাঁড়িয়ে বলবেন, আমাকে উত্তাপ দাও, আমি পরে জ্বালানি দেব?
জীবনে কোনও কিছু অর্জন করতে হলে আগে জ্বালানি দিতে হবে, পরে উত্তাপ পাবেন৷ জিগ জাগলার নামের এক নামকরা বক্তা বলেছেন, ‘সাফল্যের দ্বারে পৌঁছানোর জন্য যে লিফট, সেটা হয়তো সব সময় কাজ করে না৷ তবে সিঁড়ি তো সব সময় খোলা, তাই না?’ আপনার ভেতরে যে প্রতিভা লুকিয়ে আছে তাকে ১০০% ব্যবহার করুন৷
প্রতিদিন সকালে উঠে কোনও কাজ করার আগে লিখে ফেলুন আপনার জীবনের দশটি লক্ষ্য৷ সব সময় মনে মনে চিন্তা করুন, কী চান আর কী চান না৷ আপনার কোনটা ভালো লাগে না সেটা নিয়ে অভিযোগ করবেন না৷ আপনার জীবনে যদি কোনও লক্ষ্য থাকে, সেটাই সব সময় উদ্বুদ্ধ করবে যে কোনও বাধা অতিক্রম করতে৷ আপনি জানেন না আপনার ভেতরে কী সুপ্ত শক্তি আছে৷ মনের দরজা খুলে দিন৷ আপনি সাফল্য লাভ করবেনই৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন