মহাত্মা গান্ধীর ৭০ তম প্রয়াণ দিবস, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর - Aaj Bikel
মহাত্মা গান্ধীর ৭০ তম প্রয়াণ দিবস, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

মহাত্মা গান্ধীর ৭০ তম প্রয়াণ দিবস, শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Share This


নয়াদিল্লি : জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ৭০ তম প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| মঙ্গলবার রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এছাড়াও টুইটার মারফত শ্রদ্ধার্ঘ্য বার্তায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘শহিদ দিবসে, মহাত্মা গান্ধীকে আমরা স্মরণ করি| এছাড়াও অগণিত স্বাধানীতা সংগ্রামী যাঁরা আমাদের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উত্সর্গ করেছিলেন|’

মাইক্রোব্লগিং সাইট টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘পুণ্যতীথিতে বাপুকে শ্রদ্ধাঞ্জলি|’
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি জাতির জনককে এদিন রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা, বায়ুসেনা প্রধান মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া, প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সহ বিশিষ্ট রাজনৈতিক নেতারা| প্রয়াণ দিবসে বাপুকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিংও|

১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী| ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি গান্ধীজীকে গুলি করে হত্যা করা হয়| সেই সময় তিনি নয়াদিল্লির বিরলা হাউসের মাঝে রাত্রিকালীন পথসভা করছিলেন|

কোন মন্তব্য নেই: