কাসগঞ্জ : উত্তরপ্রদেশের কাসগঞ্জে গোষ্ঠী সংঘর্ষ নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের কৃষিমন্ত্রী সূর্য্য প্রতাপ শাহি। মঙ্গলবার কাসগঞ্জের হিংসার প্রসঙ্গে তিনি বলেন, কাসগঞ্জে যা হয়েছে তা অবশ্যই বড় ইস্যু। কিন্তু এর সঙ্গে কাশ্মীরে যা হচ্ছে তার তুলনা টানা যাবে না। রাজ্যের কৃষিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, গোটা বিষয়টি রাজ্য সরকার গুরুত্ব সহকারে দেখছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, সোমবার রাজ্যের কৃষিমন্ত্রী সূর্য্য প্রতাপ সিং কাসগঞ্জের ঘটনাকে ছোট ঘটনা হিসেবে চিহ্নিত করে ছিলেন। তাঁর এই মন্তব্যের জেরে শুরু হয় বিতর্ক। সেই বিষয়েই এদিন নিজের অবস্থান স্পষ্ট করলেন উত্তরপ্রদেশ সরকারের এই মন্ত্রী।
অন্যদিকে, কাসগঞ্জ গোষ্ঠী সংঘর্ষে নিহত চন্দন অভিষেককে শহিদের মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে চিঠি লিখেছেন কাসগঞ্জের বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিং। নিহতের পরিবারবর্গকে যাতে চাকরি দেওয়া হয় সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এদিকে সোমবার গভীর রাতে কাসগঞ্জের মালগোদাম রোডে একটি দোকানে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত পরিচয়ের একদল দুষ্কৃতি। তাই ফের উত্তপ্ত হয়ে উঠেছে উত্তরপ্রদেশের কাসগঞ্জ।
উল্লেখ্য, গত শুক্রবার অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায় বিশ্ব হিন্দু পরিষদ এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাইক মিছিল কে কেন্দ্র করে হিংসার ঘটনায় এক ১৬ বছর বয়সের বলকের মৃত্যু হয়| এছাড়াও জখম হন আরও দুইজন| এরপর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়| জারি করা হয় কার্ফু| কিন্তু তার মধ্যেই ফের শনিবার সেই উত্তেজনা মাথা চারা দেয়| উত্তেজনা সামলাতে ৫ ব্যাটেলিয়ান পিএসি এবং এক ব্যাটেলিয়ন ব়্যাফ মোতায়েন করা হয়েছে| কাসগঞ্জের সংঘর্ষে এখনও পর্যন্ত ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পর্যন্ত যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল কাসগঞ্জে। মঙ্গলবার তা ফের চালু করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন