শ্রীনগর : বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালিয়ে পুনরায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সৈন্য| মঙ্গলবার রাজৌরির নৌশেরা সেক্টরের মানপুর, ডানাকা এবং গন্যা এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি রেঞ্জার্সরা| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|
সোমবারই জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি রেঞ্জার্সরা| সেনাবাহিনী সূত্রের খবর, সোমবার বিকেলে প্রথমে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তানি সেনা| পাল্টা জবাব ফিরিয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী| ঘন্টা ছয়েক বিরতির পর ফের গুলি চালানো শুরু করে পাকিস্তানি সেনা| আধ ঘন্টা গুলি বিনিময় চলে|
সেনাবাহিনীর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, সোমবারই উরি সেক্টর থেকে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল সন্দেহভাজন জঙ্গি| উরি সেক্টরে সীমান্ত বরাবর সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই সতর্ক হয়ে পড়েন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা| সেনাবাহিনী শূন্যে গুলি চালালে সন্দেহভাজন জঙ্গিরা পাক অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে যায়|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন