প্রচন্ড কুয়াশার জন্যই মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা - Aaj Bikel
প্রচন্ড কুয়াশার জন্যই মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা

প্রচন্ড কুয়াশার জন্যই মুর্শিদাবাদে বাস দুর্ঘটনা

Share This


কলকাতা : কুয়াশা মাখা ভোরে সেতুতে ওঠার মুখে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে যাত্রীবাহী বাসটি ভৈরব নদীতে পরে যায় বলে সোমবার জানালেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেন, প্রচন্ড কুয়াশার মধ্যে হঠাত ট্রাকটি চলে আসে বাসটির সামনে । তাতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক । সোজা ধাক্কা মারে সেতুর রেলিংয়ে । কিছু বুঝে ওঠার আগেই রেলিং ভেঙে বাসটি পড়ে যায় নদীতে । অনেক প্রত্যক্ষদর্শী বলছিলেন, চালক বাস চালানোর সময়ে মোবাইলে কথা বলছিলেন, তাতেই দুর্ঘটনা । এদিন প্রাথমিক তদন্তের পর সেই দাবি উড়িয়ে দিলেন পরিবহণমন্ত্রী ।

ঘটনার ৪ ঘণ্টা পর ভৈরব নদীতে পুরোদস্তুর উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন । কলকাতা থেকে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী । রয়েছেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ও। কীভাবে এত বড় দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে কলকাতা থেকে মুর্শিদাবাদে যাচ্ছে উচ্চ পর্যায়ের টিম । হেলিকপ্টারে করে উড়ে গেছে উদ্ধারকারী দল । উদ্ধারের পদ্ধতি নিয়ে ব্লু প্রিন্ট তৈরি হয়েছে । ১৪০ টনের উচ্চ পর্যায়ের ৪ টি ক্রেনের সাহায্যে উদ্ধার চলছে । নৌকা নিয়ে চলছে উদ্ধার কাজ । নদীর গভীরতা কতটা বেশি, তা বোঝার জন্য প্রথমে ৩৫ ফুট লম্বা একটি বাঁশ নদীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে । কিন্তু দেখা যায়, বাঁশটি নদীর তল স্পর্শ করতে পারেননি । নদীর গভীরতা অনেকটাই বেশি হওয়ায় সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের ।

 বাসটিও পুরোপুরি নদীতে ডুবে যাওয়া উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছিল । বাসটির এখন হদিশ অবশ্য পাওয়া গেছে । সেতুর ঠিক নীচেই রয়েছে বাসটি । বাসটিকে তুলতে হাইড্রোলিক ড্রোন ব্যবহার করা হচ্ছে বলে খবর । উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরকে খবর দেওয়া হয়েছে । প্রশিক্ষিত ডুবুরি নদীতে নামানো সম্ভব হয়েছে । প্রত্যক্ষদর্শীদের দাবি, সাম্প্রতিক অতীতে এহেন বড় দুর্ঘটনার সাক্ষী থাকেনি মুর্শিদাবাদ ।

কোন মন্তব্য নেই: